চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে আজ রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে চেলসি। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি। গত মৌসুমেও দুই দলের দেখা হয়েছিল সেমিফাইনালে, সেবার রিয়ালকে বিদায় করে দিয়েছিল শেষ পর্যন্ত শিরোপাজয়ী চেলসি। এবার কী হবে, সেটি দুই লেগের পর হিসাব মেলানো যাবে। আপাতত আজকের ম্যাচে জিতে সেমিফাইনালের পথে এগিয়ে যাবে কোন দল?
অন্য ম্যাচে বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ভিয়ারিয়াল কিন্তু রিয়াল-চেলসির সঙ্গে নিশ্চয়ই ধারে-ভারে-উত্তেজনায় সেই ম্যাচের তুলনা চলে না। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের বেশির ভাগই যে রাত জেগে চেলসি-রিয়াল ম্যাচই দেখবেন, তা মোটামুটি নিশ্চিত করে বলে দেওয়া যায়। তা কে জিতবে আজ স্টামফোর্ড ব্রিজে?
পাঠক, আপনার মতামত জানিয়ে দিতে পারেন নিচের পোলে অংশ নিয়ে।