বঙ্গবন্ধু স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলে কাল ভিক্টোরিয়া ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম মোহামেডানকে। ১৮ মিনিটে আরিফুল প্রথমে এগিয়ে নেন ভিক্টোরিয়াকে। ৩৭ মিনিটে জয়সূচক গোলটিও করেছেন আরিফুলই। এই জয়ে ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ভিক্টোরিয়া ছয়ে, চট্টগ্রাম মোহামেডান সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে আটে।