ছবিতে অস্ট্রিয়া-ইউক্রেন ম্যাচ

বুখারেস্টে ইউরোর 'সি' গ্রুপ থেকে নিজেদের শেষ ম্যাচে ইউক্রেনকে ১-০ গোলে হারায় অস্ট্রিয়া। এ জয়ে গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ ষোলোয় উঠল তারা।

অন্যদিকে গ্রুপের তৃতীয় দল হওয়ায় ছয়টি গ্রুপে তৃতীয় হওয়া ছয় দলের মধ্যে শীর্ষ চারে থেকে শেষ ষোলোয় ওঠার প্রার্থনা করতে হবে ইউক্রেনকে। আসুন দেখে নেই এ ম্যাচের কিছু দৃশ্য।

১ / ৭
প্রথমার্ধে ইউক্রেনের রক্ষণভাগে অস্ট্রিয়ার আক্রমণের একটি মুহূর্ত। বিরতির আগে তারা এমন বেশ কয়েকটি আক্রমণ করেছে।
ছবি: রয়টার্স
২ / ৭
ধারাবাহিক আক্রমণের ফল হিসেবে গোল তুলে নেয় অস্ট্রিয়া। ডেভিড আলাবার কর্নার থেকে পায়ের টোকায় গোল করছেন মিডফিল্ডার ক্রিস্টফ বাউমগার্টনার। ১-০ গোলে এগিয়ে অস্ট্রিয়া।
ছবি: রয়টার্স
৩ / ৭
অস্ট্রিয়ার হয়ে ইউরোয় সবচেয়ে কম বয়সী গোলদাতা হওয়ার আনন্দে উদ্বেল বাউমগার্টনার (সামনে)। ছুটলেন তিনি।
ছবি: রয়টার্স
৪ / ৭
দল মাঠে ১-০ গোলে পিছিয়ে। এ অবস্থায় ডাগ আউটে মেজাজ হারালেন ইউক্রেনের কোচ আন্দ্রেই শেভচেঙ্কো।
ছবি: রয়টার্স
৫ / ৭
জিততে না পেরে হতাশ ইউক্রেনের এক খেলোয়াড়। মাঠের পারফরম্যান্সে অস্ট্রিয়ার সঙ্গে পেরে ওঠেনি ইউক্রেন।
ছবি: রয়টার্স
৬ / ৭
জয়ের পর নিজেদের ইতিহাসে ইউরোয় প্রথমবারের মতো গ্রুপপর্ব টপকে যাওয়ার আনন্দে দর্শক অভিবাদনের জবাব দিচ্ছে অস্ট্রিয়া দল।
ছবি: রয়টার্স
৭ / ৭