ছবিতে ছবিতে মেয়েদের ভারতকে হারানোর গল্প

ভারতকে হারিয়ে আজ মেয়েদের অনূর্ধ্ব-১৯ সাফ জিতেছে বাংলাদেশের মেয়েরা। ছবিতে ছবিতে দেখুন সেই ম্যাচের গল্প।

ছবি তুলেছেন প্রথম আলোর চিত্রগ্রাহক তানভীর আহাম্মেদ।

১ / ৬
বাংলাদেশের কিশোরীদের সমর্থন জোগাতে গ্যালারিতে ফুটবলপ্রেমী হাজারো দর্শক
ছবি: প্রথম আলো
২ / ৬
ম্যাচজুড়ে দাপট দেখিয়েও গোল পাচ্ছিল না বাংলাদেশ
ছবি: প্রথম আলো
৩ / ৬
অবশেষে ৭৯ আনাই মগিনির গোল। উচ্ছ্বসিত বাংলাদেশ দল
ছবি: প্রথম আলো
৪ / ৬
শোনো বাঘিনীর গর্জন! ম্যাচ শেষে বাংলাদেশ দলের উদ্‌যাপন
ছবি: প্রথম আলো
৫ / ৬
কাঙ্খিত শিরোপা উঠল হাতে
ছবি: প্রথম আলো
৬ / ৬
এত সমর্থন গ্যালারিতে। এত দারুণ খেলে জয়। শিরোপা উৎসবের ফাঁকে লাল-সবুজ পতাকা নিয়ে মাঠে বিজয়োল্লাস হবে না!
ছবি: প্রথম আলো