ছেলের গোল উদ্যাপনে মার্সেলোর উদ্দাম নাচ
কোকড়ানো ঝাঁকড়া চুলের ছেলেটির সঙ্গে ফুটবল–বিশ্বের পরিচয় অনেক আগে থেকেই। রিয়াল মাদ্রিদের হয়ে মার্সেলো শিরোপা জয়ের পর মাঠে তাঁর সঙ্গে উদ্যাপনে দেখা যেত ছোট এনজো আলভেজ ভিয়েইরাকে। ছোট সেই এনজোর বয়স এখন ১২ বছর। বাবার পথ অনুসরণ করে সে–ও পা রেখেছে ফুটবলে। খেলছে বাবার ক্লাব রিয়াল মাদ্রিদের যুব দলে। ছেলেকে নিয়ে রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলোর উচ্ছ্বাসের কমতি নেই।
এনজো অনুশীলনে বা ম্যাচে কিছু করলে সেটা সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলে আসে মার্সেলোর মাধ্যমে। এই তো কিছুদিন আগে একটি গোল করে এনজো ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর মতো উদ্যাপন করল, সেটি নিয়ে মার্সেলোর সেকি উচ্ছ্বাস। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও পোস্ট করেছেন মার্সেলো। এবার তাঁর একটি ভিডিও চলে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
লিগা প্রমিজেসে এনজো রিয়ালের যুব দলের হয়ে গোল করেছে লিভারপুলের বিপক্ষে। গোলটির পর মার্সেলোর উদ্যাপন ছিল দেখার মতো। নিজের আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে উল্লাস করেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার। উদ্যাপনের একপর্যায়ে তিনি উদ্দাম নাচ শুরু করেন।
এনজো অবশ্য এখানেই থামেনি। লিভারপুলকে ৬–০ গোলে হারাতে ১২ বছরের এনজো করেছে জোড়া গোল। ফুটবলার হিসেবে ভবিষ্যতটা তার ভালো বলেই মনে করছেন অনেকে।