জার্মানদের টিকে থাকার লড়াই

জার্মানি দল।ছবি: টুইটার

জার্মানিদের ফুটবল ঐতিহ্য আর সাফল্য কি শুধুই গলার মনিহার হয়ে রইবে না সাফল্যের ধারাবাহিকতা আরও বহমান হবে, তা দেখার দিন আজ। ২০২১ ইউরোর প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গে শক্ত লড়াই করে আত্মঘাতী গোলে পরাজয়ের পর আর আজকের দ্বিতীয় ম্যাচে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের সঙ্গে।

আজ জার্মানিজুড়ে আকাশ থাকবে রৌদ্রময় উজ্জ্বল আবহাওয়া, তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। বাভারিয়া রাজ্যের রাজধানী মিউনিখে ইউরো ফুটবলে জার্মানি ফুটবল দলের ভাগ্য নির্ধারিত হবে। প্রথম ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে হেরে গিয়ে জার্মানি দ্বিতীয় রাউন্ডে যাওয়ার বিষয়টি জটিল করে ফেলছে।

অনুশীলনে ফুরফুরে দেখাচ্ছে জার্মানিকে।
ছবি: টুইটার

শনিবার ছুটির দিন। জার্মানির স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় ইউরোতে জার্মানি-পর্তুগাল ম্যাচে পাবলিক ভিউগুলোতে রেকর্ডসংখ্যক মানুষের আগমন ঘটবে বলে আশা করা হচ্ছে। জার্মানির পত্রপত্রিকাগুলো আজ সন্ধ্যার ম্যাচ নিয়ে নানা বিশ্লেষণসহ পত্রিকার শিরোনাম করছে।

জার্মানির বনেদি পত্রিকা ডার স্পিগেল জানাচ্ছে, কাকতালীয়ভাবে টুর্নামেন্টে ‘এফ’ গ্রুপ হলো ‘হামার’ গ্রুপ। জার্মানি ভাষায় হামারের বাংলা অনুবাদ হলো হাতুড়ি। আর এই শক্ত ‘হাতুড়ি’ গ্রুপে রয়েছে ২০১৪ ও ২০১৮ সালের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও ফ্রান্স। আর আছে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। আরও আছে শক্ত দল হাঙ্গেরি। ইউরো টুর্নামেন্টে ধ্রুপদি উত্তেজনাপূর্ণ ম্যাচগুলো এই ‘এফ’ গ্রুপেই দেখা যাবে বলে পত্রিকাটি জানিয়েছে।

ফ্রান্সের বিপক্ষে হেরে ইউরো শুরু হয়েছে জার্মানির।
ছবি: টুইটার

নিজেদের গ্রুপে প্রথম ম্যাচে জার্মানি জাতীয় দল বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে পরাজয়ের পর ইতিমধ্যে চাপের মুখে রয়েছে। আজকের ম্যাচে বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন পর্তুগালের বিপক্ষে। এই ম্যাচে জার্মানি তেমন কিছু না করতে পারলে, পরবর্তী রাউন্ডে যাওয়া দুঃসাধ্য হয়ে পড়বে।

আজ জার্মানিজুড়ে চমৎকার আবহাওয়ায় মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনাতে সন্ধ্যা ছয়টায় ম্যাচ শুরু হবে। তবে ৫৫ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে করোনার কারণে মাত্র ১৪ হাজার ৫০০ দর্শক ম্যাচ দেখতে পারবেন।

শেষটা ভালো করতে চান ল্যুভ।
ছবি: টুইটার

২০১৮ সালে বিশ্বকাপে দলের লজ্জাজনক পরিণতির পর জার্মানির ফুটবল তেমনভাবে দাঁড়াতে পারছে না। তিনবারের ইউরো চ্যাম্পিয়ন ও চারবারের বিশ্বকাপ বিজয়ীরা নিজেদের মাঠে এই টুর্নামেন্টে ভালো কিছু দেখানোর আশায় বুক বেঁধেছেন। কোচ ইওয়াখিম ল্যুভ টুর্নামেন্টের আগে দলে কিছু পরিবর্তন এনেছেন।

গতকাল সন্ধ্যায় মিউনিখে এক সংবাদ সম্মেলনে ল্যুভ বলেছেন, পর্তুগালের সঙ্গে ম্যাচের বিষয়ে খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘আমাদের প্রতিটি খেলোয়াড় এখন মনস্তাত্ত্বিকভাবে ভালো কিছু দেখানোর জন্য তৈরি হয়ে আছে।’ ১৫ বছর ধরে জার্মানি ফুটবলের অনেক সাফল্য ইওয়াখিম ল্যুভের হাত ধরেই এসেছে, সেই সাফল্যের ধারাবাহিকতা নিয়েই বিদায় নিতে চান বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন।

তবে জার্মানিদের ফুটবল ঐতিহ্যে মনিহার আরও মলিন হবে না উজ্জ্বল হয়ে উঠবে, তা দেখতে আজ রাত অবধি অপেক্ষা করতে হবে।