জয়ের আনন্দে লাফালেন সমর্থকেরা, ভাঙল গ্যালারি

ডার্বি ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, দুই দলের সমর্থকদের মধ্যে বাড়তি উদ্যমরয়টার্স

ডার্বি ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, দুই দলের সমর্থকদের মধ্যে বাড়তি উদ্যম। একই শহরের মানুষ, পছন্দের দল ভিন্ন। ডার্বি ম্যাচেই তো নিজেদের জাহির করার সময়। ম্যাচটি হয়ে ওঠে সম্মানের প্রতীক। যেকোনো দেশেই ফুটবল লিগের ডার্বি ম্যাচ কেন্দ্র করে দর্শকে টইটম্বুর হয়ে ওঠে গ্যালারি। মাঠের খেলোয়াড়দের সঙ্গে গ্যালারির দর্শকদের মধ্যেও ছড়িয়ে পড়ে উত্তেজনা।

ডার্বি ম্যাচকে কেন্দ্র করে উত্তেজিত সমর্থকদের মধ্যে গন্ডগোল–হাতাহাতির মতো অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনাই ঘটে। কাল ডাচ্‌ প্রিমিয়ার লিগে গেলডারলেন ডার্বিতে খারাপ কিছু ঘটেনি। তবে দর্শকদের উল্লাসে ভেঙে পড়েছে গ্যালারির একাংশ।

কাল ডার্বি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভিতেস ও এনইসি। লিগে ১১তম এনইসিকে ১-০ গোলে হারিয়ে ছয়ে উঠে এসেছে ভিতেস। ১৬ মিনিটে গোল করে ম্যাচের মীমাংসা করে দিয়েছেন নিকোলাই ফ্রেডিরিকসেন। প্রতিপক্ষের মাঠে ভিতেসের খেলোয়াড়দের অনুপ্রেরণা দেওয়ার জন্য হাজির হয়েছিলেন অনেক সমর্থক।

ম্যাচ শেষে গ্যালারির সামনে সমর্থকদের অভিনন্দন জানাতে যান ভিতেসের ফুটবলাররা। উচ্ছ্বসিত সমর্থকদের লাফানোর সময় গ্যালারি ভেঙে পড়ে। সুখবর হলো হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। গ্যালারি ভাঙার পরও সমর্থকদের উল্লাস থামেনি।

এনইসির মাঠ গফারস্তাদিওনে হয়েছে ম্যাচটি। দলের সাধারণ পরিচালক উইলকো ফন শেইক বলেন, ‘আমি যতটুকু জানি, সেখানে কেউ চোট পাননি। এমন সময় অনেক কিছুই মাথায় আসে। ভাগ্য ভালো, সেই গ্যালারির নিচে কন্টেইনার ছিল। এটাই হতাহতের ক্ষতি থেকে রক্ষা করেছে।’

উইলকো আরও বলেন, ‘প্রথম প্রশ্ন হলো, সেখানে এমন কেউ কি ছিলেন, যিনি আহত হয়েছেন? সৌভাগ্যবশত এখন পর্যন্ত কেউ হননি। তবে এমন বিষয় চিন্তায় ফেলে দেয়। এ বিষয় নিয়ে ভাবতে হবে।’

অবশ্য বিষয়টি নিয়ে একটি তদন্তও হবে বলে জানানো হয়েছে। ডাচ্‌ লিগের এক কর্মকর্তা বলেন, ‘গত কিছুদিনে স্টেডিয়ামকে নিরাপদ রাখার জন্য অনেক কাজ করা হয়েছে। কিন্তু এ ব্যাপারে তদন্ত হওয়া দরকার। আমরা এর সমর্থন করি।’

এদিকে নিজমেগেন শহরের মেয়র হুবার্ট ব্রালস বলেন, ‘যা হয়েছে, শুনে খুবই চমকে গিয়েছি। যতটুকু শুনেছি, সৌভাগ্যক্রমে কেউ আহত হননি। আসলে সেখানে কী ঘটেছিল, আমি দ্রুতই একটি তদন্ত চাই।’