ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২০১৯ কারাবাও কাপের ফাইনালে যোগ করা সময়ে গোলকিপার উইলি কাবালেরোর বদলি হিসেবে মাঠ ছাড়তে অস্বীকৃতি জানিয়েছিলেন কেপা আরিজাবালাগা। একটি পেনাল্টি সেদিন তিনি রুখে দিলেও হারতে হয়েছিল চেলসিকে। কোচের মরিজিও সারির নির্দেশ অমান্য করায় পরে জরিমানাও গুনতে হয় স্প্যানিশ এ গোলকিপারকে।
কাল রাতে উয়েফা সুপার কাপের ফাইনালে সে মঞ্চটাই কেপার জন্য উল্টে গিয়েছিল। অতিরিক্ত সময়ের ১১৯ মিনিটে গোলকিপার এদুয়ার্দ মেন্দিকে তুলে কেপাকে মাঠে নামান কোচ টমাস টুখেল। খেলা টাইব্রেকারে গড়ালে ভিয়ারিয়ালের দুটি শট ঠেকিয়ে চেলসিকে শিরোপা জেতান কেপা।
নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিত ছিল। ২৭ মিনিটে গোল করে চেলসিকে এগিয়ে দেন মরক্কোর মিডফিল্ডার হাকিম জিয়েখ। ম্যাচের দুই অর্ধেই ভিয়ারিয়ালের দুটি শট চেলসির গোলপোস্টে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়।শেষ পর্যন্ত ৭৩ মিনিটে ভিয়ারিয়ালকে সমতাসূচক গোলটি এনে দেন স্প্যানিশ ফরোয়ার্ড জেরার্দ মোরেনো। টাইব্রেকারে ভিয়ারিয়ালকে ৬-৫ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো সুপার কাপ জিতে নেয় চেলসি।
টাইব্রেকারে কাই হাভার্টজ চেলসির হয়ে লক্ষ্যভেদে ব্যর্থ হন। এরপর আইসা মান্দির শট রুখে দেন কেপা। ভিয়ারিয়াল অধিনায়ক রাউল আলবিওলের শটও ঠেকিয়ে চেলসির জয় নিশ্চিত করে স্প্যানিশ এই গোলকিপার। তাঁর সতীর্থ গোলকিপার মেন্দি টাইব্রেকারে থাকতে না পারলেও সন্তুষ্টি প্রকাশ করেন ম্যাচ শেষে। সেনেগালের এ গোলকিপার বলেন, ‘অবশ্যই আমি আনন্দিত কারণ দল জিতেছে।’ উত্তর আয়ারল্যান্ডে এই প্রথমবারের মতো সুপার কাপ আয়োজিত হলো। দক্ষিণ বেলফাস্ট স্টেডিয়ামে প্রায় ১৩ হাজার দর্শকের উপস্থিতিতে ম্যাচটি আয়োজিত হয়।
চেলসি কোচ টুখেলও কেপার প্রশংসা করেন, ‘কেপার পেনাল্টি ঠেকানোর হার সেরাদের কাতারে। বিশ্লেষকেরা আমাকে তা দেখিয়েছেন। খেলোয়াড়দের সঙ্গে কথা বলে আগেই জানিয়ে রেখেছিলাম নকআউট ম্যাচে এমন (কেপাকে নামানো) হতে পারে।’