টুখেলের কথায় বিশ্বাস নেই কাসেমিরোর
টমাস টুখেল নিরাপদ পথে হাঁটছেন। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-১ ব্যবধানে হেরে গেছে চেলসি। আজ দ্বিতীয় লেগে আবার রিয়াল মাদ্রিদের মুখোমুখি চেলসি। ম্যাচের আগেই কেমন যেন হাল ছেড়ে দিয়েছেন চেলসি কোচ। অন্তত কথায় তেমন বার্তাই দিয়েছেন। সংবাদ সম্মেলনে যখনই সুযোগ পাচ্ছেন, বলছেন চেলসির কোনো সুযোগ নেই। রিয়ালের মাঠে নাকি বড় ব্যবধানে জেতা সম্ভব নয়। চ্যাম্পিয়নস লিগে রিয়ালের ঐতিহ্য অনেক বেশি।
টুখেল যা করছেন, তাকে এককথায় ‘মাইন্ড গেম’ বলে। বারবার নিজেদের দুর্বল বলে প্রতিপক্ষকে একটু অপ্রস্তুত অবস্থায় পাওয়ার চেষ্টা। কিন্তু রিয়াল এভাবে ধোঁকা খেতে রাজি নয়। কাল সংবাদ সম্মেলনে এসে কাসেমিরো জানিয়েছেন, টুখেল যা–ই বলুন না কেন, আজকের ম্যাচটা কঠিন হবে রিয়াল মাদ্রিদের জন্য।
গত বুধবারই আত্মসমর্পণ করে বসা টুখেল কালও বলেছেন, ‘প্রথম লেগের যে ফল, তাতে আমাদের খুব বেশি সুযোগ নেই। এ প্রতিযোগিতা (চ্যাম্পিয়নস লিগে রিয়ালের অতীত সাফল্য), প্রতিপক্ষ এবং স্টেডিয়ামের কথা চিন্তা করলে কাজটা কঠিন। কিন্তু চেষ্টা করার সময় কতটা সুযোগ আছে, সেটা নিয়ে ভাবি না আমরা।’
কিন্তু কাসেমিরো এত সহজে প্রতিপক্ষের এমন কৌশলে ধরা পড়তে রাজি নন, ‘আমরা জানি, এটা সহজ হবে না। ওদের শক্তির জায়গা আছে, আমাদেরও শক্তির কিছু জায়গা আছে। সেদিন এই মৌসুমের সেরা ৯০ মিনিট খেলেছি কিন্তু প্রথম লেগের চেয়ে অনেক ভিন্ন এক ম্যাচ হবে। টুখেলের কথা আমরা বিশ্বাস করি না। এই দল গত বছর এই টুর্নামেন্ট জিতেছে। ওদের সম্মান করি আমরা।’
প্রতিপক্ষকে সম্মান করলেও জয় ছাড়া কিছু ভাবছেন না কাসেমিরো। কারণ, তাঁদের লক্ষ্যটা যে আরও বড়, ‘রিয়াল মাদ্রিদে, আমরা সবকিছু জিততে চাই। যদি মৌসুমের শুরুতে বলা হতো, লিগে ১২ পয়েন্ট এগিয়ে থাকবে, চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টারে উঠবে এবং এরই মধ্যে একটি শিরোপা জিতেও যাবে (স্প্যানিশ সুপার কাপ), আমরা তাতেই খুশি হয়ে যেতাম। কিন্তু আমরা খেলোয়াড়েরা জানি মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আসছে। এটা সবচেয়ে কঠিন অংশও। এই ক্লাবে আমাদের সব সময় শেষ পর্যন্ত লড়তে হয়, সবটুকু দিতে হয়।’