দুর্ভাগ্য হেমন্তের, জাতীয় দলে ডাক পেয়েই ছাড়তে হলো ক্যাম্প
দুর্ভাগ্য আর কাকে বলে! জাতীয় ফুটবল দলের ক্যাম্পে আসতে না আসতেই ছিটকে গেলেন হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস।
গত বৃহস্পতিবার অনুশীলনে ঊরুতে চোট পেয়েছিলেন। শুক্রবার অনুশীলনে এলেও বসে ছিলেন মন খারাপ করে। গতকাল এমআরআই করানো হলে খারাপ রিপোর্টই এসেছে তাঁর জন্য।
আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলনে এসে জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা জানান, হেমন্তকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ফলে আজই ক্যাম্প ছেড়ে চলে যান হেমন্ত।
তাঁর বদলি হিসেবে দলে ডাকা হয়েছে বাফুফের এলিট একাডেমির তরুণ মিডফিল্ডার চন্দনকে। অবশ্য চন্দনকে শুধু অনুশীলন করার জন্যই ডাকা হয়েছে।
বাংলাদেশের ফুটবলে কয়েক বছর আগে তরুণ প্রতিভাবানদের মধ্যে আলোচনায় ছিলেন হেমন্ত। জাতীয় দলের কোচ লুডভিক ডি ক্রুইফ নেদারল্যান্ডসে নিয়ে গিয়েছিলেন তাঁকে ট্রায়ালের জন্য। কিন্তু সেই পথ হারিয়ে ফেলেন হেমন্ত, ছিটকে যান জাতীয় দল থেকে।
সর্বশেষ ২০১৬ সালে ভুটান ট্র্যাজেডির সেই ম্যাচে জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। এরপর ২০১৮ সালে জেমি ডের অধীনে প্রাথমিক দলে ডাক পেলেও সেবারও ক্যাম্প ছাড়তে হয় চোটের কারণে। এবারও সেই চোটের শিকার হেমন্ত।
অথচ এবার মূল দলে জায়গা করে নেওয়ার প্রাণপণ চেষ্টা করছিলেন। প্রিমিয়ার লিগে শেখ রাসেলের জার্সিতে নজর কাড়েন মিডফিল্ডার হিসেবে। হেমন্তের ক্যাম্প ছাড়া কাবরেরার জন্যও একটা ধাক্কা।