দেশে ফিরে গেল আর্জেন্টিনা
এমিলিয়ানো মার্তিনেজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া, জিওভান্নি লো সেলসো, ক্রিস্টিয়ান রোমেরো—এ চারটি নাম এত শোরগোল তুলে দেবে, কে জানত! ইংল্যান্ড থেকে এই চার খেলোয়াড়ের ব্রাজিলে পা রাখা নিয়ে এমনিতেই আলোচনা চলছিল। সে আলোচনা ম্যাচ শুরু হওয়ার পরও খেলা থামিয়ে দেওয়ার মতো—সেটা দেখিয়ে দিল ব্রাজিল। ব্রাজিলের স্বাস্থ্যসচেতনতা–বিষয়ক সংগঠন আনভিসা কাল মাঠে নেমে তিন খেলোয়াড়কে (বুয়েন্দিয়া ছিলেন না মাঠে) আটকানোর চেষ্টা করে হাস্যকর এক ঘটনার জন্ম দিয়েছে।
সে ঘটনায় ম্যাচ স্থগিত হয়েছে, এমনকি এখন পর্যন্ত যে নিয়ম, তাতে ব্রাজিল বাছাইপর্বে তিনটি পয়েন্টও হারাতে যাচ্ছে। দেশের এমন ক্ষতি করে অবশ্য ‘উদ্দেশ্য সফল’ হয়েছে আনভিসার। যে চারজন খেলোয়াড়কে আটকাতে এত যন্ত্রণা, তাঁদের ব্রাজিলছাড়া করা গেছে। সে সঙ্গে অবশ্য আর্জেন্টিনা দলের অন্যরাও ফিরে গেছেন। গতকাল স্থানীয় সময় মধ্যরাতের কিছুক্ষণ পর এজেইজাতে নেমেছে আর্জেন্টিনা দল।
যে চার ফুটবলারের ব্রাজিলে যাওয়া নিয়ে এত সমস্যা, তাঁরা দলের সঙ্গেই আর্জেন্টিনা ফিরলেও ব্রাজিলের চোখে তাঁদের ফেরত পাঠিয়েছে তারা। এ ব্যাপারে রিভাদাভিয়া রেডিওকে মার্তিনেজের ভাই আলেহান্দ্রো বলেছেন, ‘একটা জিনিসই শুধু সে (এমিলিয়ানো) জানে, সেটা হলো ব্রাজিল থেকে ক্রোয়েশিয়া যেতে পারবে না। তাই তাকে আর্জেন্টিনা ফিরতেই হতো।’
এদিকে বুয়েন্দিয়ার মতোই মার্তিনেজ তাঁর ক্লাবকে কথা দিয়ে এসেছেন, শুধু দেশের প্রথম দুটি ম্যাচেই থাকবেন তাঁরা। এরপর সেখান থেকে ক্রোয়েশিয়ায় গিয়ে ১০ দিন অনুশীলন করবেন। কারণ, ব্রাজিল থেকে সরাসরি ইংল্যান্ডে গেলে কোয়ারেন্টিন করতে হবে তাঁদের।
এদিকে ব্রাজিলে থাকা আর্জেন্টাইন রাষ্ট্রদূত ড্যানিয়েল স্কিওলি জাতীয় দলকে নিজে সাও পাওলো বিমানবন্দরে পৌঁছে দিয়েছেন।