মাঠের লড়াইয়ে শেষ পর্যন্ত কী হবে সেটা পরের ব্যাপার, তবে মাঠের বাইরের লড়াইয়ে আপাতত ইতালিকে হারিয়ে দিয়েছে আর্জেন্টিনা। আগামী ১ জুন ওয়েম্বলিতে মুখোমুখি হবে দুই দল, ২০২১ কোপা আমেরিকা ও ২০২১ ইউরোজয়ী দুই দলের লড়াইয়ের নাম দেওয়া হয়েছে ‘লা ফিনালিসিমা’। সেই ম্যাচের জন্য আর্জেন্টিনার চূড়ান্ত দল দেখেই নিশ্চিত হওয়া যাচ্ছে মাঠের বাইরে আর্জেন্টিনার জয়ের ব্যাপারে।
নেদারল্যান্ডসের ক্লাব ফেইনুর্ডে খেলা ডিফেন্ডার মার্কোস সেনেসিকে নিয়ে টানাটানি চলছিল আর্জেন্টিনা ও ইতালির। লা ফিনালিসিমার জন্য তাঁকে ইতালি দলে চেয়েছিলেন আজ্জুরিদের কোচ রবার্তো মানচিনি, আর্জেন্টিনাও তাঁকে ডেকেছিল। দড়ি-টানাটানিতে শেষ পর্যন্ত জিতেছে আর্জেন্টিনা। জন্মভূমি আর্জেন্টিনাতেই খেলার ইচ্ছাকে প্রাধান্য দিয়েছেন সেনেসি, ২৫ বছর বয়সী সেন্টারব্যাককে নিয়েই চূড়ান্ত দল দিয়েছে আর্জেন্টিনা।
কারা আছেন আর্জেন্টিনার সেই দলে? বলতে গেলে প্রত্যাশিত সব নামই আছে। আক্রমণে লিওনেল মেসি, লওতারো মার্তিনেজ, আনহেল দি মারিয়ারা তো আছেনই, জুভেন্টাসকে বিদায় জানিয়ে দেওয়া পাওলো দিবালাও আছেন।
গোলপোস্টে আর্জেন্টিনার মূল ভরসা হয়ে ওঠা এমিলিয়ানো মার্তিনেজকে নিয়ে শঙ্কা ছিল। কিন্তু হাঁটুর চোট সয়ে ক্লাব অ্যাস্টন ভিলার হয়ে খেলে যাচ্ছেন আর্জেন্টাইনদের প্রিয় হয়ে ওঠা ‘দিবু’ মার্তিনেজ। তাঁকেও ফিনালিসিমার দলে রেখেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
২৮ জনের চূড়ান্ত দলে স্কালোনি গোলকিপারই রেখেছেন চারজন। মার্তিনেজের সঙ্গে নিয়মিত দুই গোলকিপার ফ্রাঙ্কো আরমানি আর হুয়ান মুসোও আছেন। যদিও আরমানির করোনা ধরা পড়েছে, সেটি কাটিয়ে তিনি ফিট হয়ে উঠবেন বলেই আশা আর্জেন্টিনার। এবারের চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালে ওঠা ভিয়ারিয়ালের নায়ক ও খলনায়ক জেরোনিমো রুইয়িও আছেন আর্জেন্টিনা দলে।
সেমিফাইনালে ওঠার পথে জুভেন্টাসের বিপক্ষে দারুণ খেলে দলের জয়ে সাহায্য করেছিলেন রুইয়ি, কিন্তু সেমিফাইনালে লিভারপুলের বিপক্ষে দারুণভাবে লড়াইয়ে ফিরে ২-২ করে ফেলা ভিয়ারিয়াল যে শেষ পর্যন্ত হেরে গেছে, সেটিও রুইয়ির অবিশ্বাস্য ভুলের কারণেই।
রক্ষণে টটেনহামের হয়ে ইংলিশ লিগে আলো ছড়ানো ক্রিস্তিয়ান রোমেরোর থাকা নিয়েও শঙ্কা ছিল, কিন্তু তিনিও চোট কাটিয়ে দলে থাকছেন। সঙ্গে ওতামেন্দি, ফয়েথ, তাগলিয়াফিকোর মতো নিয়মিত মুখ আছে।
তবে আলোচনায় আসার মতো অনুপস্থিতি মাঝমাঠে। চোট সত্ত্বেও পিএসজির মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে দলে রেখেছিলেন আর্জেন্টিনা কোচ স্কালোনি, কিন্তু তাঁর চোট ইতালির বিপক্ষে ম্যাচের আগে সেরে উঠবে না মনে হওয়ায় শেষ পর্যন্ত আর চূড়ান্ত দলে নেই পারেদেস। আর্জেন্টিনার ২০২১ কোপা আমেরিকা জয়ের পথে মাঝমাঠে রদ্রিগো দি পল ও জিওভানি লো সেলসোর সঙ্গে পারেদেসের জুটিই আলো ছড়িয়েছে।
পারেদেস ছাড়া প্রাথমিক দল থেকে বাদ পড়াদের মধ্যে কিছুটা আলোচিত আরেক নাম এমিলিয়ানো বুয়েন্দিয়া। ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার প্লে–মেকারের পাশাপাশি আর্জেন্টিনা দলে রাখেনি ফর্ম হারিয়ে খুঁজতে থাকা বায়ার লেভারকুসেন স্ট্রাইকার লুকাস আলারিও, সেভিয়া ফরোয়ার্ড লুকাস ওকাম্পোস, ফিওরেন্তিনা ডিফেন্ডার লুকাস মার্তিনেজ কুয়ার্তা ও বোলোনিয়ার মিডফিল্ডার নিকোলাস দমিঙ্গেজকে।
দল ঘোষণার পর ইতালির বিপক্ষে ম্যাচটির প্রস্তুতির জন্য সময় আর ভেন্যুও কাল জানিয়ে দিয়েছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এত দিন শোনা গিয়েছিল, ওয়েম্বলিতে ম্যাচটি সামনে রেখে ইংল্যান্ডেই অনুশীলন করবে আর্জেন্টিনা। কিন্তু এএফএ জানিয়েছে, ইংল্যান্ড নয়, স্পেনে অনুশীলন করবে আর্জেন্টিনা দল। স্পেনের শহর বিলবাওয়ে অনুশীলনের জন্য এই রোববারই রওনা দেবেন স্কালোনিরা।
আর্জেন্টিনার চূড়ান্ত দল
গোলকিপার:
এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), ফ্রাঙ্কো আরমানি (রিভারপ্লেট), হুয়ান মুসো (আতালান্তা), জেরোনিমো রুইয়ি (ভিয়ারিয়াল)।
ডিফেন্ডার:
গনসালো মন্তিয়েল (সেভিয়া), নাহুয়েল মলিনা (উদিনেস), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), জেরমান পেৎসেয়া (বেতিস), নেহুয়েন পেরেস (উদিনেস), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহাম), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), মার্কোস সেনেসি (ফেইনুর্ড)।
মিডফিল্ডার:
লিসান্দ্রো মার্তিনেজ (আয়াক্স), মার্কোস আকুনিয়া (সেভিয়া), গিদো রদ্রিগেজ (বেতিস), আলেক্সিস ম্যাক-অ্যালিস্টার (ব্রাইটন), রদ্রিগো দি পল (আতলেতিকো), এজেকিয়েল পালাসিওস (লেভারকুসেন), জিওভানি লো সেলসো (ভিয়ারিয়াল)।
ফরোয়ার্ড:
আলেহান্দ্রো গোমেজ (সেভিয়া), আনহেল দি মারিয়া (পিএসজি), পাওলো দিবালা (জুভেন্টাস), লিওনেল মেসি (পিএসজি), লওতারো মার্তিনেজ (ইন্টার), হুলিয়ান আলভারেজ (রিভারপ্লেট), হোয়াকিন কোরেয়া (ইন্টার), নিকোলাস গঞ্জালেজ (ফিওরেন্তিনা), আনহেল কোরেয়া (আতলেতিকো)।