২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

নেইমারই নাটমেগড

এই কারিকুরি প্রায়ই করেন নেইমার। প্রতিপক্ষের ডিফেন্ডার যখন বিরাট দেয়াল হয়ে দাঁড়ায়, তখন ছিদ্র খুঁজে বের করতে হয়। দুই পায়ের মাঝে বলটা কৌশলে পার করে দেন। ফুটবলীয় ভাষায় যাকে বলে ‘নাটমেগ’ করা। ওদিকে হাভিয়ের মাচেরানোর অভিজ্ঞতা উল্টো। প্রতিপক্ষের ফরোয়ার্ডের নাটমেগ প্রতিহত করতে সতর্ক থাকতে হয়। একবার ভাবুন তো, সেই মাচেরানোর নাটমেগে পরাস্ত হয়েছেন নেইমার! হয়েছেও তা-ই। অবশ্য ম্যাচে নয়। ক্লাবের জার্সিতে সেটা সম্ভবও নয়। বার্সেলোনার অনুশীলনে নেইমার বল কাড়তে গিয়েছিলেন মাচেরানোর কাছে। অমনি আর্জেন্টিনা তারকা করে বসলেন সূক্ষ্ম এক নাটমেগ! নেইমারের ‘ব্যর্থতায়’ মাচেরানোর অভিব্যক্তি বলছে, ‘নাটমেগড’ ব্যর্থ হলে কেমন লজ্জা লাগে বোঝো!’ ইউটিউব।