নেপালে অনুষ্ঠেয় তিন জাতি টুর্নামেন্টে খেলতে কাল ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। এর আগে আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেষ অনুশীলন করেছে ফুটবলাররা। প্রায় দেড় ঘণ্টার অনুশীলনে প্রাণবন্ত দেখা গেছে তাঁদের। কিন্তু অনুশীলনে ছিলেন না গুরুত্বপূর্ণ ফুটবলার রাকিব হোসেন। তখন থেকেই প্রশ্ন, রাকিব কোথায়?
বিকেলে জানা গেল রাকিবের অনুশীলনে না থাকার কারণ। করোনায় আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম আবাহনীর এই উইঙ্গার। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘রাকিব করোনায় আক্রান্ত। কাল সব খেলোয়াড়ের করোনা পরীক্ষা করানো হলে তাঁর করোনা শনাক্ত হয়। তবে তাঁর মধ্যে কোনো লক্ষণ নেই। তাই আজ আবার করোনা পরীক্ষা করানো হয়েছে তাঁর। রাতে ফলাফল জানা যাবে।’
শেষ পর্যন্ত রাকিবকে পাওয়া না গেলে দলের জন্য বড় দুঃসংবাদই হবে। চলমান লিগে যে তিনজন ফুটবলার কেবল জেমিকে খুশি করতে পেরেছেন, তাঁদের মধ্যে চট্টগ্রাম আবাহনীর রাকিব একজন। লিগে গোল পেয়েছেন তিনটি। আক্রমণভাগে তাঁকে নিয়েই হয়তো বাড়তি পরিকল্পনা ছিল জেমির। কিন্তু শেষ পর্যন্ত হয়তো দলের সঙ্গে নেপালে যাওয়া হচ্ছে না তাঁর।