default-image
>টটেনহাম হটস্পারের আইভোরিয়ান রাইটব্যাক সার্জ অরিয়েরের ভাই ক্রিস্টোফার দুষ্কৃতকারীদের গুলিতে মারা গেছেন

ভোর পাঁচটা। ফ্রান্সের তুলুজ শহরের মানুষজন তখন মাত্র ঘুম থেকে জেগে উঠছেন। এমন সময় বাইরে গোলাগুলির আওয়াজ।

বাইরে বের হয়ে যতক্ষণে সবাই ঘটনাস্থলে পৌঁছালেন, ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। মাটিতে লুটিয়ে পড়ে কাতরাচ্ছিলেন একজন, নিকটস্থ নৈশক্লাবের বাইরেই বলা চলে। জামাকাপড় রক্তে রাঙা, তলপেট আঁকড়ে পড়ে আছেন। হাসপাতালে নিতে নিতে মারা গেলেন সেই ভদ্রলোক।

জানা গেল, গুলিবিদ্ধ সেই লোক আর কেউ নন, টটেনহাম হটস্পারের রাইটব্যাক সার্জ অরিয়েরের ছোটভাই ক্রিস্টোফার অরিয়ের। এক নৈশক্লাবের বাইরে তাঁকে গুলি করে পালিয়ে গেছে কিছু দুষ্কৃতকারী। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এখনো তাঁদের গ্রেপ্তার করতে পারেনি বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম ইউরোপ ওয়ান ও লে পয়েন্ত। আরেক সংবাদমাধ্যম লা দেপেশে অবশ্য জানিয়েছে, গোলাগুলি হয়েছে নাইটক্লাবের মধ্যেই। আর তাতেই প্রাণ হারিয়েছেন ক্রিস্টোফার।

গত রাতেই নর্থ লন্ডন ডার্বিতে আর্সেনালকে ২-১ গোলে হারিয়েছিল অরিয়েরের স্পার্স। ভাইয়ের আকস্মিক মৃত্যুসংবাদে সে আনন্দ এখন হয়তো অর্থহীন লাগছে আইভোরি কোস্টের এই রাইটব্যাকের কাছে!

বিজ্ঞাপন
মন্তব্য করুন