পিএসজিতে আজ-কালের মধ্যেই স্বাস্থ্য পরীক্ষা মেসির?
কান্নাভেজা সংবাদ সম্মেলনে বার্সেলোনা থেকে বিদায়ের আনুষ্ঠানিকতা সারলেন লিওনেল মেসি। অবশেষে বার্সার পাট চুকেই গেল আর্জেন্টিনা অধিনায়কের। নিশ্চিতভাবেই এবার সামনে তাকানোর পালা। মেসির পরবর্তী গন্তব্য নিয়ে প্রশ্ন হয়েছে তাঁর সংবাদ সম্মেলনেও। পিএসজিতে তাঁর যাওয়া নিয়ে যে গুঞ্জন, সংবাদ সম্মেলনে সে সম্ভাবনা নাকচ করেননি মেসি। আর ইএসপিএন বলছে, পিএসজিতে মেসি যাওয়ার সবকিছুই চূড়ান্ত হয়ে গেছে। আজ অথবা আগামীকাল প্যারিসে স্বাস্থ্য-পরীক্ষাও হয়ে যাবে ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ডের।
গত মৌসুমে বার্সেলোনা ছাড়তে চাইলেও শেষ পর্যন্ত থেকে গিয়েছিলেন মেসি। এ বছরের ৩০ জুন ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল তাঁর। তবে সম্প্রতি জানা গিয়েছিল, মেসির সঙ্গে পাঁচ বছরের চুক্তি হয়েও যাচ্ছে বার্সার। বার্সা সভাপতি লাপোর্তা দুদিন আগে জানিয়েছেন, মেসির চুক্তিটা এমন ছিল যে, সেটি হলে মেসি বার্সার হয়ে খেলতেন দুই বছর, কিন্তু ক্লাবের বেতনের বিলে বোঝা কমাতে মেসির দুই বছরের বেতনকে পাঁচ বছরে ভাগ করে দেওয়া হতো।
এই ব্যবস্থাতেও রাজি হয়েছিলেন মেসি। তবে আর্থিক সংগতি নীতিকে কারণ দেখিয়ে সে চুক্তি করাও সম্ভব নয় বলে জানিয়ে দেয় স্প্যানিশ লা লিগা। লিগের বেঁধে দেওয়া বেতনের সীমা অতিক্রম করছিল মেসির চুক্তি। মেসিকে তাই বিদায় নিতেই হল।
আজও মেসি বলেছেন, তিনি থাকতেই চেয়েছিলেন। তবে সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন মেসি। আর্জেন্টিনা অধিনায়কের ভবিষ্যৎ ক্লাব হিসেবে পিএসজির নামই ঘুরেফিরে আসছে।
এ নিয়ে আজ বার্সায় মেসির বিদায়ী সংবাদ সম্মেলনে সরাসরিই প্রশ্ন হলো। তাতে মেসি বলেছেন, তাঁকে নিয়ে আগ্রহ দেখিয়েছে অনেক ক্লাবই, ‘পিএসজি একটা সম্ভাবনা। তবে সত্যি বলতে আজ পর্যন্ত কারও সঙ্গেই কিছু চূড়ান্ত হয়নি। (বার্সার পক্ষ থেকে চুক্তি নবায়ন না হওয়ার) বিবৃতি যখন এসেছে, এরপর থেকে অনেক ফোন এসেছে, অনেক ক্লাবই আগ্রহ দেখিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত হয়নি। আমরা এ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি।’
তবে মেসির সংবাদ সম্মেলনের কিছুক্ষণের মধ্যেই ইএসপিএন জানিয়েছে, প্যারিসের ক্লাবেই নেইমারদের সতীর্থ হতে যাচ্ছেন মেসি। আজ অথবা কাল রাতেই প্যারিসে মেসির স্বাস্থ্য পরীক্ষা হয়ে যাবে। ফরাসি দৈনিক লে’কিপও জানাচ্ছে একই কথা।
মেসির সঙ্গে পিএসজির চুক্তিও চূড়ান্ত হওয়ার খবর তো আরও পুরোনো। দুদিন আগে লে’কিপ জানিয়েছে, মেসির সঙ্গে দুই বছরের চুক্তি হচ্ছে পিএসজির, দুই পক্ষ সম্মত থাকলে আরও এক বছর বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকবে চুক্তিতে। মৌসুমে ৪ কোটি ইউরো বেতন পাবেন মেসি। যদিও দলবদল বিষয়ে গত কয়েক বছরে বিশ্বস্ত সূত্র হয়ে ওঠা ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো বলেছেন, বেতনের অঙ্কটা ৩ কোটি ৫০ লাখ ইউরো।
মেসির পিএসজিতে যাওয়ার গুঞ্জনের পালে হাওয়া দিয়েছে কদিন আগেই নেইমারের পাশাপাশি পিএসজির আর্জেন্টাইন ফুটবলার আনহেল দি মারিয়া, লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে মেসির একটা ছবি। পিএসজির ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তিও ছিলেন ছবিতে। স্প্যানিশ দ্বীপ ইবিজায় ছুটি কাটানোর সময়ে নেইমারদের সঙ্গে মেসির সেই ছবি ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সে ছবিই তাঁর পিএসজিতে যাওয়ার ইঙ্গিত কি না, এ নিয়ে তবে আজ সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে মেসি বলছেন, সেটা নিতান্তই একটা ছবি ছিল, ‘কোপা আমেরিকার সময়েই ঠিক করেছিলাম (ছুটির মধ্যে ইবিজাতে) দি মারিয়া ও পারেদেসের সঙ্গে দেখা করব। নেই (নেইমার) তখন ফোন করল, সবার তাই একসঙ্গে দেখা হলো। ভেরাত্তিও ছিল। এটা শুধু একটা ছবিই। ওরা মজা করছিল। বলছিল, আমার উচিত পিএসজিতে যাওয়া। তবে এটা শুধু একটা ছবিই। এখানে আলাদা কিছু নেই, এর পেছনে কোনো গল্প নেই, বিস্ময়ের কিছু নেই। নিছকই ঘটে যাওয়া একটা ঘটনা।’