প্রতিপক্ষ সমর্থকদের ঢিলের পর মাঠেও ‘কিল’ খেল আতলেতিকো

উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজও আতলেতিকোকে গোল এনে দিতে পারেননিছবি: এএফপি

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়, স্প্যানিশ ফুটবলে বহুদিন এমন দৃশ্য দেখা যায়নি। সেটা রিয়াল সোসিয়েদাদের স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগের পরিস্থিতি।

খেলায় শেষ বাঁশি বাজার পর আতলেতিকোও বুঝেছে, মৌসুমটা তাদের জন্য মন্দ থেকে জঘন্য হওয়ার পথে যাচ্ছে। কাল সোসিয়েদাদের মাঠে ২-০ গোলের হারে কোপা দেল রে থেকে বিদায় নিয়েছে ডিয়েগো সিমিওনের দল।

এক সপ্তাহের মধ্যে দুটি শিরোপা হাত ফসকাল আতলেতিকোর।

তবে আতলেতিকোর বিদায়ের পাশাপাশি ম্যাচের আগে ‘যুদ্ধ’ পরিস্থিতি নিয়েও কথা হচ্ছে স্প্যানিশ ফুটবলে। সোসিয়েদাদের মাঠ আনোয়েতায় স্বাগতিক সমর্থকদের আক্রমণের শিকার হয় আতলেতিকোর খেলোয়াড় ও স্টাফদের বহনকারী বাস।

সোসিয়েদাদের সমর্থকেরা ইটপাটকেল ও অন্যান্য বস্তু ছুড়ে আতলেতিকোর বাসের তিনটি জানালা ভেঙে ফেলেন। সেটাও বেশ কৌশলে করা হয়েছে।

খেলোয়াড়দের বহনকারী বাসের পেছনে ছিল বাস্ক অঞ্চলের পুলিশের গাড়ি। সোসিয়েদাদের সমর্থকেরা পুলিশের গাড়িটি বিচ্ছিন্ন করে তারপর আক্রমণে নেমেছেন। আতলেতিকোর এক সমর্থকও আহত হয়েছেন ম্যাচের আগে।

সোসিয়েদাদের জার্সি পরা এক সমর্থক কাচের বোতল দিয়ে আঘাত করেছেন, সেই সমর্থকের মাথায় সেলাই পড়েছে। আতলেতিকো কোচ সিমিওনে বাসের যে সিটে বসেছেন, সেখানকার জানালাও ভেঙেছেন সোসিয়েদাদের সমর্থকেরা।

রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দাঙ্গা-ফ্যাসাদ করতে নিষেধ করা হলেও নির্দেশে কান দিতে বয়েই গিয়েছিল সমর্থকদের।

লা লিগার শিরোপাদৌড় থেকে প্রায় ছিটকেই পড়েছে চ্যাম্পিয়ন আতলেতিকো। হাতে ১৮ ম্যাচ রেখে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৬ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে চারে মাদ্রিদের ক্লাবটি।

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে হেরেছে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে। বাকি রইল শুধু চ্যাম্পিয়নস লিগ। সেখানে শেষ ষোলোয় আতলেতিকোর প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। ২৩ ফেব্রুয়ারি আতলেতিকোর মাঠে প্রথম লেগ। মৌসুমে কোনো শিরোপা জয়ের আশা টিকিয়ে রাখতে হলে আপাতত শেষ ষোলোর এই বাধা টপকাতেই হবে আতলেতিকোকে।

হারের পর আতলেতিকোর খেলোয়াড়েরা
ছবি: এএফপি

শক্তির বিচারে চ্যাম্পিয়নস লিগ জেতাটা আতলেতিকোর জন্য এমনিতেই খুব কঠিন, ওদিকে লা লিগার শিরোপাদৌড় থেকেও যেহেতু ছিটকে পড়ার পথে—আতলেতিকোর জন্য তাই এই মৌসুমে শিরোপা জয়ের সত্যিকার সুযোগ বলতে ছিল শুধু সুপার কাপ ও কোপা দেল রে।

স্পেনের দুটো বার্ষিক প্রতিযোগিতা থেকেই ছিটকে পড়ে নিজেদের সর্বনাশের চূড়ান্ত করে ছাড়ল আতলেতিকো।

সোসিয়েদাদ উইঙ্গার আদনান ইয়ানুজাই ও আতলেতিকোর ইয়ানিক কারাসকো ম্যাচের শুরুর দিকে গোলপোস্ট কাঁপান। ৩৩ মিনিটে কপাল খোলে ইয়ানুজাইয়ের—আতলেতিকোর তিন ডিফেন্ডারের মাঝ থেকে হেডে গোল করেন এই বেলজিয়ান।

বিরতির পর ৪৭ মিনিটে দ্বিতীয় গোলটিও রক্ষণের ভুলে হজম করে আতলেতিকো। ফেলিপে বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। সুযোগের সদ্ব্যবহার করেন সোসিয়েদাদের স্ট্রাইকার আলেক্সান্দার সরলোথ।

সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ৮ ম্যাচে মাত্র ২ জয় পেয়েছে আতলেতিকো। লিগে গত সাত ম্যাচের মধ্যে মাত্র এক ম্যাচে গোল খায়নি রক্ষণের জন্য বিখ্যাত দলটি। ম্যাচ শেষে সিমিওনে তাই বলেন, ‘গত মৌসুমটা দারুণ কাটলেও এবার খুব কঠিন। পরিস্থিতি জটিল হয়ে উঠলে উত্তরণের পথ একটাই, খেলোয়াড়দের সমর্থন দিতে হবে।’