মাঠের বাইরে বলতে গেলে বোমাই ফাটাচ্ছে পিএসজি।
লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ছেন, এ খবর আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়ার পরই বিশ্বের অন্যতম সেরা এই তারকাকে দলে নেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে তারা। নির্ভরযোগ্য সূত্রের খবর মানলে সে চেষ্টায় পিএসজি এর মধ্যে সফলও হয়ে গেছে। বাকি শুধু আনুষ্ঠানিকতার। সে আনুষ্ঠানিকতার মধ্যেই মাঠের ভেতরের কাজটাও ভালোভাবে সেরে রাখল পিএসজি। ফরাসি লিগ মৌসুম এর মধ্যেই শুরু হয়ে গেছে। গতকাল লিগের প্রথম ম্যাচে ত্রোয়ার বিপক্ষে খেলতে নেমেছিল পিএসজি। ২-১ গোলের জয়ে লিগে শুভ সূচনা করেছে তারা।
পিএসজির হয়ে গোল করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি আর দলে আসা নতুন রাইটব্যাক আশরাফ হাকিমি। সের্হিও রামোস বা জিয়ানলুইজি দোন্নারুম্মার মতো নতুন তারকাদের দেখা যায়নি এই ম্যাচে। যদিও লিভারপুল থেকে আসা ডাচ মিডফিল্ডার জর্জিনিও ভাইনালডম ঠিকই খেলেছেন। লিগ অভিষেকেই গোল পেয়েছেন ইন্টার থেকে দলে আসা আশরাফ হাকিমি।
ফরাসি সুপার কাপে লিলের কাছে হেরে মৌসুম শুরু করা পিএসজির জন্য জয়টা অনেক বেশি দরকারি ছিল। সেই লক্ষ্যে সফল দলটা। তবে ত্রোয়া প্রথমে ভয় ধরিয়ে দিয়েছিল পিএসজিকে। ৯ মিনিটে মরক্কান ডিফেন্ডার ওয়ালিদ বিন হাজামের গোলে এগিয়ে যায় ত্রোয়া। কর্নার থেকে হেড করে গোল করেন হাজ্জাম, গোলকিপার কেয়লর নাভাসের সাধ্য ছিল না সেই বুলেটগতির হেড আটকানোর। পরে দুই মিনিটে দুই গোল করে ম্যাচ নিজেদের মুঠোয় পুরে নেয় পিএসজি।
১৯ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান আশরাফ হাকিমি। মাঝমাঠ থেকে স্প্যানিশ মিডফিল্ডার আন্দের এরেরার কাছ থেকে বল পেয়ে ডান পায়ের জোরালো শটে পিএসজির হয়ে ক্যারিয়ারের প্রথম গোল পেয়ে যান হাকিমি। দুই মিনিট পরই দলকে এগিয়ে দেন ইকার্দি। এই গোলেও ছিল এরেরার অবদান। মাঝমাঠ থেকে এরেরার কাছ থেকে বল নিয়ে বক্সে থাকা ইকার্দিকে পাস দেন কিলিয়ান এমবাপ্পে। সেখান থেকে ডান পায়ের বাইরের অংশ দিয়ে নিখুঁত শটে দলকে এগিয়ে দেন ইন্টার মিলানের সাবেক এই অধিনায়ক।
এই দুই গোলেই নিশ্চিত হয়ে যায় পিএসজির জয়।