ফাতিকে ঘিরে দল বানাবেন না কোচ

বার্সেলোনায় মেসি-কুতিনিওর পাশে সুবাস ছড়াচ্ছেন আনসু ফাতি। স্পেনের জার্সিতেও তাকে ঘিরে প্রত্যাশা রয়েছে সমর্থকদের।ছবি: টুইটার

আনসু ফাতির প্রতিভা নিয়ে প্রশ্ন নেই। বিস্ময়-বালক বলেন অনেকেই। বয়স ১৮ না হতেই সুবাস ছড়াতে শুরু করেছেন এই ফরোয়ার্ড। গত বছরের শেষ থেকে নেমেছেন বয়সের সঙ্গে গোলের রেকর্ড ভাঙা গড়ার খেলায়। দেখা যাচ্ছে, বার্সেলোনার জার্সিতে গোল করলেই কনিষ্ঠতম গোলের নানা রেকর্ডে নাম চলে আসে ১৭ বছর বয়সী তারকার। শুধু বার্সেলোনা কেন স্পেনকেও তো ভবিষ্যতে দুই হাত ভরে দেবেন—সে ধারণাও আগাম পাওয়া যাচ্ছে।

পশ্চিম আফ্রিকার দরিদ্র দেশ ‘গিনি বিসাউ ‘তে জন্ম হলেও ভাগ্যের অন্বেষণে পরিবারের সঙ্গে মাত্র ৬ বছর বয়সেই স্পেনে পা রাখেন ফাতি। গত বছর অক্টোবরে পেয়ে যান স্পেনের নাগরিকত্ব। আর সেপ্টেম্বরে স্পেনের জার্সিতে রেকর্ড গড়েন অভিষেকেই। ইউরোপিয়ান নেশনস কাপের ম্যাচে ইউক্রেনের বিপক্ষে ৪-০ গোলের জয়ের পথে একটি গোল করেন ফাতি। ১৭ বছর ৩১১ দিন বয়সে স্পেনের জার্সিতে কনিষ্ঠতম গোলের রেকর্ডের মালিক হয়ে যান তিনি।

এমন প্রতিভা হাতে পেলে তাঁকে ঘিরেই তো আক্রমণভাগ সাজাতে পারেন দলের কোচ। বিশেষ করে লুইস এনরিকের মতো কেউ হলে সম্ভাবনা থেকে যায়। বার্সেলোনার কোচ থাকতে মেসিকে ঘিরেই আক্রমণভাগ সাজাতেন এই স্প্যানিশ। তবে ফাতির ক্ষেত্রে এমনটা করা হবে না বলে জানিয়েছেন বর্তমানে স্পেনের দায়িত্বে থাকা এ কোচ। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, ‘তাঁকে কেন্দ্র করে কৌশল সাজানো হবে না। সবার ওপরে দল। তবে আমরা তখনই ভাবব, যে ম্যাচগুলোতে জয়ের ক্ষেত্রে সে অবদান রাখতে পারবে। একজন খেলোয়াড়ের জন্য কোনো কৌশল নয়। কৌশল হবে দলের জন্য।’ ফাতিকে বরং শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বার্সেলোনার সাবেক কোচ, ‘ভালো মানুষ ও ভালো খেলোয়াড় হওয়ার জন্য আনসু ফাতিকে এখন শান্ত থাকতে হবে।’

২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেনের সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না। বিশেষ করে দলে একজন বিশ্বমানের স্ট্রাইকারের অভাব প্রকটভাবে ফুটে উঠেছে। বিষয়টি মেনে নিচ্ছেন এনরিকেও, ‘যে কোনো কোচই হ্যারি কেইন, লুইস সুয়ারেজ, মার্কো ফন বাস্তেনের মতো খেলোয়াড় চাইবেন। কিন্তু আমাদের এই মানের কোনো খেলোয়াড় নেই।’ স্ট্রাইকার সংকটের সমস্যা সমাধানের জন্য বিকল্প রাস্তা জানা আছে স্পেন কোচের, ‘আমরা অনেক গোলের সুযোগ তৈরি করব এবং বিভিন্ন খেলোয়াড়কে সুযোগগুলো কাজে লাগাতে হবে। আক্রমণভাগে ঘুরিয়ে খেলানোর মতো বেশ কিছু ভালো ফরোয়ার্ড আছে। আমাদের মিডফিল্ডাররাও গোল করতে পারেন।’