default-image

২৮ এপ্রিলের পর লকডাউন প্রত্যাহার করা হলে এবং সরকার খেলার অনুমতি দিলে দ্রুতই শুরু হয়ে যাবে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) পেশাদার লিগ কমিটির সঙ্গে ক্লাবগুলোর অনলাইন সভার সিদ্ধান্ত অনুযায়ী সব অনুকূলে থাকলে ৩০ এপ্রিল মাঠে গড়াবে প্রিমিয়ার লিগের ফিরতি পর্ব।

বাফুফের পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল, লকডাউন শেষ হওয়ার পর প্রস্তুতির জন্য দলগুলোকে সাত দিন সময় দেওয়া হবে। তবে আজকের সভায় সময় না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লিগ কমিটি। সভা শেষে উত্তর বারিধারা ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী লিগ শুরুর ব্যাপারে ক্লাবগুলোকে সময় দিতে রাজি হননি। দ্রুত লিগ শুরু করার তাগিদেই মূলত প্রস্তুতির ব্যাপারটা এড়িয়ে যাওয়া হয়েছে। ৩০ এপ্রিল লিগ শুরু করার সিদ্ধান্ত হয়েছে এই সভায়।’

default-image
বিজ্ঞাপন

গত ৭ মার্চ শেষ হয়েছিল প্রিমিয়ার লিগের প্রথম পর্ব। কথা ছিল, ৯ এপ্রিল মাঠে গড়াবে ফিরতি পর্ব। কিন্তু লকডাউনের কারণে খেলা শুরু করা যায়নি। ১৭ এপ্রিল লিগ কমিটির সঙ্গে ক্লাবগুলোর সভার পর জানানো হয়েছিল, ২১ এপ্রিলের পর লকডাউন না থাকলে খেলা শুরু ব্যাপারে পদক্ষেপ নেবে বাফুফে। কিন্তু সরকার দ্বিতীয় দফা লকডাউন দেওয়ায় খেলা মাঠে গড়ানোর প্রতীক্ষা দীর্ঘায়িত হয়। আজকের সভা থেকে বাফুফের অবস্থান পরিষ্কার করা হয়েছে।

বাফুফের সদস্য ও রহমতগঞ্জের সাধারণ সম্পাদক ইমতিয়াজ হামিদ বলেন, ‘এএফসি কাপ খেলতে আগামী ৭ মে মালদ্বীপ যাওয়ার কথা বসুন্ধরা কিংসের। তার আগে লিগে অন্তত দুই রাউন্ড খেলা হবে বলে আশা ফেডারেশনের। চেষ্টা চলবে ঈদের আগে তিন রাউন্ড খেলা শেষ করার। আবাহনীরও এএফসি কাপে খেলা রয়েছে। তবে তারা কবে কোথায় খেলবে, সেটা ঠিক হয়নি। যখন যেখানেই খেলুক, বাফুফে চায় লিগ চালিয়ে নিতে।’

ফুটবল থেকে আরও পড়ুন
মন্তব্য করুন