বার্সার বিদায়ী কর্মকর্তা ছিলেন রিয়ালের গুপ্তচর

লিগ সভাপতি হাভিয়ের তেবাসফাইল ছবি

ফেরান রেভেরতার প্রথম আলোচনায় আসেন গত আগস্টে। লিওনেল মেসি তত দিনে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়ে ফুটবল-বিশ্ব কাঁপিয়ে দিয়েছেন। রেভেরতারের ওপর তখন দায়িত্ব পড়েছিল, শেষ চেষ্টা হিসেবে মেসিকে বুঝিয়ে-সুজিয়ে ক্লাবে ধরা রাখার। ওই কয়েকদিন নিজেদের এই প্রধান নির্বাহীর দিকে কাতর দৃষ্টিতে তাকিয়ে ছিলেন বার্সা সমর্থকেরা।

কিন্তু সমর্থকদের সুসংবাদ দিতে পারেননি রেভেরতার। সজল চোখে মেসি পাড়ি জমিয়েছেন পিএসজিতে। মেসির পথ ধরে কয়েকদিন আগে বার্সেলোনা ছেড়েছেন রেভেরতারও। কিন্তু এই প্রধান নির্বাহীর অবসরের পর লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস যা বলছেন, তাতে মনে হতেই পারে, রেভেরতার চলে যাওয়ায় ভালোই হয়েছে কাতালানদের জন্য!

ফেরান রেভেরতার
ছবি : টুইটার

এমনিতেই কয়েকদিন পরপর বেফাঁস কথাবার্তা বলে আলোচনায় আসেন তেবাস। লা লিগার সভাপতি হিসেবে যেখানে তাঁকে নিরপেক্ষ থাকার কথা, সেখানে তেবাসের উল্টোপাল্টা কথা শুনে কখনও মনে হয় তিনি রিয়ালের সমর্থক, আবার কখনও মনে হয় বার্সেলোনা বুঝি তাদের মুখপাত্র হওয়ার ভার দিয়েছে তেবাসকে! রেভেরতারের পদত্যাগ নিয়ে সম্প্রতি তেবাসের কথাবার্তা শুনে দ্বিতীয়টাই মনে হচ্ছে। রেভেরতারের পদত্যাগে যারপরনাই সন্তুষ্ট এই ভদ্রলোক। জানিয়েছেন, বার্সেলোনায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের গুপ্তচর ছিলেন রেভেরতার! অর্থাৎ, এতদিন দুধ-কলা দিয়ে সাপ পুষেছে কাতালানরা!

এল পেরিওদিকো দে এসপানিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তেবাস বলেছেন এসব কথা। তাঁর মতে, ফুটবলবিশ্ব সম্পর্কে তেমন কিছু না জেনেই বার্সায় চাকরি পেয়েছিলেন রেভেরতার। এর উদাহরণ হিসেবে তেবাস টেনে এনেছেন লা লিগার সঙ্গে সিভিসির বিতর্কিত চুক্তির প্রসঙ্গ।

লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস
ফাইল ছবি: এএফপি

কয়েক মাস আগে স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ (এলএনএফপি) লা লিগার সম্প্রচারস্বত্ব ও অন্যান্য অনেক বিষয় নিয়ে ব্যক্তিগত বিনিয়োগ সংস্থা সিভিসির সঙ্গে চুক্তি করতে চেয়েছিল। এর বিরোধিতা করেছিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রিয়াল তো আদালতে মামলাই ঠুকে দিয়েছিল। পরে রিয়াল–বার্সার সম্মতি ছাড়াই সিভিসির সঙ্গে চুক্তি অনুমোদন করেছিল স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ। এই চুক্তি অনুযায়ী ৫০ বছরের জন্য লা লিগার স্বত্ব পাবে সিভিসি। বিনিময়ে ক্লাবগুলো ভবিষ্যৎ আয়ের একটি অংশও পেতে থাকবে প্রতিষ্ঠানটি।

এ স্বত্ব বাবদ সিভিসি লা লিগাকে দেবে ২৭০ কোটি ইউরো। এর ৯০ শতাংশই লা লিগা কর্তৃপক্ষ ক্লাবগুলোর মধ্যে বণ্টন করে দেবে। কিন্তু এত বছরের জন্য লিগের স্বত্ত্ব এত কম টাকায় ছেড়ে দেওয়া পছন্দ হয়নি রিয়াল, বার্সার মতো ক্লাবগুলোর। এ নিয়ে দুই ক্লাবের ওপরেই খ্যাপা ছিলেন তেবাস।

ফ্লোরেন্তিনো পেরেজ
ফাইল ছবি

তেবাসের মতে, ফুটবল নিয়ে রেভেরতারের জ্ঞান-গরিমা কম থাকায় তিনিই সিভিসি চুক্তি নিয়ে বার্সেলোনার কান ভারী করেছিলেন, ‘সিভিসি চুক্তি আর লা লিগার বিপক্ষে ছিল রেভেরতার। আমি জানি সে আমাকে বিশেষ পছন্দ করে না। খুব অল্প সময়ে নির্বাহীর দায়িত্ব পেয়েছে ও, এত কিছু বোঝে না। ও মিডিয়া মার্কেট থেকে এসেছিল, যারা ওয়াশিং মেশিন আর টেলিভিশনের ‘লজিস্টিকস’ নিয়ে কাজ করত। হঠাৎ একদিন বার্সায় চাকরি পেয়ে সে ফুটবলবিশ্ব সম্পর্কে সবকিছু বোঝা শুরু করল! টিভিস্বত্ব থেকে শুরু করে ফুটবল-রাজনীতি, সব!’

রেভেরতারের ‘বেশি বোঝা’র কারণেই বার্সার আরও ক্ষতি হয়েছে বলে মত তেবাসের, ‘আর এভাবেই বার্সেলোনা কঠিন এক পরিস্থিতিতে পড়ে যায়। শুধু আর্থিক দিক নিয়েই নয়, ব্যবসায়িক, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক দিক দিয়েও। রেভেরতারের এই অবস্থা (চাকরি ছাড়া) আমাকে সন্তুষ্ট করেছে। বার্সায় ও যত দিন ছিল, আমাকে চিন্তায় ফেলে দিয়েছিল। এখন দেখা যাক, ওর বদলে কে আসে। বার্সেলোনা জানে কীভাবে এই সঙ্গীন পরিস্থিতি থেকে উৎরাতে হবে। রেভেরতার মহামারির আগে দায়িত্ব নিয়েছিল, সংকট নিরসনে ও যা যা করেছে তা বার্সেলোনার জন্য পর্যাপ্ত ছিল না।’

ফেরান রেভেরতার
ছবি : টুইটার

এরপরেই বোমাটা ফাটিয়েছেন তেবাস, ‘সিভিসি চুক্তিতে রিয়ালের দেখাদেখি রাজি না হয়ে বার্সেলোনা ঠিক করেনি। আমি জানি বার্সেলোনা রাজি হয়নি রেভেরতারের কারণেই। যে বার্সেলোনায় পেরেজের লোক ছিল। কিংবা এমন একজন যে ফ্লোরেন্তিনোর অনেক কাছের মানুষ। তাই বার্সেলোনা ওকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম আরএসিওয়ানের সাংবাদিক ফেরান কোরেয়াস যা জানিয়েছেন, তাতে তেবাসের দাবিই সত্যি বলে মনে হবে। এক প্রতিবেদনে কোরেয়াস বলেছেন, বার্সেলোনার প্রধান নির্বাহীর চাকরি ছেড়ে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের এসিএস গ্রুপের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন রেভেরতার। নির্মাণ ও অবকাঠামোবিষয়ক কাজ করে থাকে পেরেজের এই প্রতিষ্ঠান।