বার্সা ছেড়ে আতলেতিকোর পথে সুয়ারেজ
জুভেন্টাসে আর যাওয়া হচ্ছে না লুইস সুয়ারেজের। উরুগুয়ে স্ট্রাইকার কি তাহলে স্পেনেই থাকছেন? কথা চলছে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে—সংবাদমাধ্যম তো বটেই, টুইটারে সংবাদকর্মীদের মতামতও তেমনি। তার আগে বার্সেলোনার সঙ্গে চুক্তি বাতিল করতে হবে সুয়ারেজকে। ইতিমধ্যে সে কাজটিও সম্পন্ন হয়েছে। ইতালিয়ান সংবাদকর্মী ফাব্রিজিও রোমানো টুইট করেছেন আতলেতিকোর সঙ্গে নাকি কথাবার্তাও পাকা হয়ে গিয়েছে সুয়ারেজের। এখন শুধু চুক্তির খুঁটিনাটি চূড়ান্ত করাই বাকি।
বার্সায় রোনাল্ড কোমান কোচ হয়ে এসেই নতুন ক্লাব খুঁজতে বলেছিলেন সুয়ারেজকে। বার্সার ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ এ গোলদাতা তাঁর পরিকল্পনায় নেই—এমন কথা বলেছিলেন কোমান। এরপর তাঁকে ঘিরে জুভেন্টাসের নামই বেশি উচ্চারিত হয়েছে। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় ভাষা, যে কারণে ইতালিয়ান পাসপোর্ট পাননি সুয়ারেজ। ওদিক থেকে জুভেন্টাস কোচ আন্দ্রেয়া পিরলোও জানিয়ে দেন, তাঁর তুরিনে আসার সম্ভাবনা নেই।
কাতালান ক্লাবটিতে চুক্তির মেয়াদ ফুরোতে আরও এক বছর বাকি সুয়ারেজের। বাকি এ সময়ের পারিশ্রমিক নিতে রাজি হননি তিনি। এর বদলে ক্লাব তাঁকে ফ্রি এজেন্ট বা মুক্ত খেলোয়াড় হিসেবে যেতে দিতে রাজি হয়েছে। ইতালিয়ান সংবাদকর্মী ফাব্রিজিও রোমানোর টুইট, ‘লুইস সুয়ারেজ এর মধ্যেই আতলেতিকো মাদ্রিদে যেতে সম্মত হয়েছেন। বার্সার সঙ্গে তিনি সম্পর্কছিন্ন করছেন ফ্রি এজেন্ট হিসেবে।’
বার্সার হাঁড়ির খবর বের করায় খ্যাতি কুড়োনো সংবাদকর্মী মার্সেলো বেকলারের টুইট, ‘সুয়ারেজ বার্সার সঙ্গে সম্পর্কছিন্ন করতে যাচ্ছেন। পরবর্তী গন্তব্য হচ্ছে আতলাতিকো মাদ্রিদ। ইতালিয়ান জাতীয়তা সময়মতো পায়নি, জুভেন্টাস সরে দাঁড়িয়েছে।’ স্প্যানিশ রেডিও আরএসি১-এর বরাত দিয়ে এ টুইট করেন বেকলার। মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, সুয়ারেজকে দুই বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে আতলাতিকো।
বেকলার আরও একটি টুইট করেন, যা দেখে চমকে যেতে পারেন বার্সা সমর্থকেরা, ‘সাম্প্রতিক বছরগুলোয় খুব বড় অবিচারগুলোর একটি হলো “মেসির বন্ধু হয়েছে সুয়ারেজ।” ক্লাবের ইতিহাসে তৃতীয় শীর্ষ গোলদাতা, চোট পাওয়া হাঁটু নিয়েই দুই মৌসুম খেলেছে শেষ পর্যন্ত।’
বেকলারের এ টুইট থেকে একটি বিষয় মাথায় আসাই স্বাভাবিক। মেসির ঘনিষ্ঠজনদের কি বের করে দিচ্ছে বার্সা? এর আগে আর্তুরো ভিদালের বার্সা ছেড়ে যাওয়া নিশ্চিত হয়েছে। এবার সুয়ারেজ। দুজনেই কিন্তু মেসির ঘনিষ্ঠ বন্ধু। কিছুদিন আগে বার্সার সঙ্গে মেসির বনিবনা না হওয়াও প্রকাশ্যে এসেছিল। মেসি থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় পরে আর তা চূড়ান্ত পর্যায়ে গড়ায়নি।
স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, সুয়ারেজকে কিনতে হলে আগে তাঁর বেতন দেওয়ার সামর্থ্যটা নিশ্চিত করতে হবে আতলাতিকোকে। সে ক্ষেত্রে দিয়েগো কস্তাকে ছেড়ে দিতে পারে ক্লাবটি। এদিকে স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতাকে মৌসুমের ধারে এক মৌসুমের জন্য জুভেন্টাসে পাঠানোর চেষ্টা করছে আতলাতিকো। তাঁর জায়গায় সুয়ারেজকে আনতে চায় মাদ্রিদের ক্লাবটি। মোরাতার যাওয়া নিশ্চিত হলেই নাকি সুয়ারেজকে মাদ্রিদকে নিয়ে আসবে আতলাতিকো।