বায়ার্ন না ভিয়ারিয়াল—শেষ চারে খেলবে কোন দল?

রবার্ট লেভানডফস্কি কি আজ জেতাতে পারবেন বায়ার্নকেছবি: রয়টার্স

নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় আজ ভিয়ারিয়াল–পরীক্ষার সামনে বায়ার্ন মিউনিখ। স্পেনের দলটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন খেলতে নামছে পিছিয়ে থেকে। সবাইকে অবাক করে ভিয়ারিয়ালের কাছে প্রথম লেগে ১–০ গোলে হেরে গিয়েছিল জার্মানির দলটি। সেমিফাইনালে যেতে হলে নিজেদের মাঠে ২ গোলের ব্যবধানে জিততে হবে।

পাঠক, সেমিফাইনালে উঠবে কোন দল—আপনার মতামত জানা ভোটে।