
>বিশ্বকাপ ফুটবল উপলক্ষে নিজের দুই বাচ্চাকে বর্ণিল করে সাজিয়েছেন আমেরিকা ফ্লোরিডা রাজ্যের ফ্রানসিলেন লেমেস ফার্নান্দেজ।
সাদা চাদরের ওপর বর্ণিল পোশাকে শুয়ে আছে যমজ শিশু। একজনের মাথার পাশে ইংল্যান্ড ও আরেকজনের পাশে তিউনিসিয়ার পতাকা। বিশ্বকাপ উপলক্ষে এক মা তাঁর দুটি বাচ্চাকে সাজিয়েছেন এভাবেই। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা সৃষ্টি করেছে এই দুই শিশুর ছবি।

ফুটবল বিশ্বকাপ এলে এ ধরনের অনেক কিছুই দেখা যায়। পছন্দের দলকে সমর্থন জানানোর জন্য পতাকার রঙে রাঙানো হয় নিজের বাড়ি। কেউ আঁকেন শরীরে প্রিয় খেলোয়াড়ের ট্যাটু। তবে পুরো বিশ্বকাপকে স্বাগত জানিয়ে আমেরিকার ফ্লোরিডা রাজ্যের ফ্রানসিয়েলেন লেমেন ফার্নান্দেজ যা করেছেন, তা আগে কেউ করেছেন বলে মনে হয় না। অন্তত শোনা যায়নি এমনটা।

সেই যমজ বাচ্চার মা ফার্নান্দেজ একজন নিখাদ ফুটবলপ্রেমী। ফুটবলের প্রতি এই ভালোবাসা তিনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন তাঁর দুই বাচ্চা বিয়েট্রিজ ও অলিভিয়ার পোশাক–পরিচ্ছদের মাধ্যমে। যেদিন এবং যখন যে দুই দলের খেলা থাকে, দুই বাচ্চাকে পরানো হয় সেই দুই দেশের পোশাক। না, জার্সি নয়, গায়ে জড়ানো হয় দেশগুলোর ঐতিহ্যবাহী পোশাক। আর এর জন্য প্রায় এক মাস সময় ব্যয় করেছেন ফার্নান্দেজ।
