ওসাসুনাকে ৩-১ গোলে হারিয়ে লা লিগার আরও একটি শিরোপার খুব কাছে পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু এ ম্যাচে রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় দুর্দান্ত ছন্দে থাকা করিম বেনজেমার জোড়া পেনাল্টি মিস। মৌসুমে ২৫ গোল করে বেনজেমাই লা লিগার শীর্ষ গোলদাতা। তিনিই পেনাল্টি মিস করলেন! তাও একটি নয়, দুটি! কোচ কার্লো আনচেলত্তি অবশ্য এটি নিয়ে ভাবছেনই না। তাঁর কাছে এটা কোনো ব্যাপারই নয়!

৩৩ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আনচেলত্তির দল। সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো মাদ্রিদ। ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা। ১৭ পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে রিয়ালকে ধরার সুযোগ নেই আতলেতিকোর। আর মাত্র ৪ পয়েন্ট হলেই লা লিগা নিজেদের করে নিতে পারে রিয়াল।

দুই পেনাল্টি মিস—নিজের কাছেও অবিশ্বাস্য লাগছে বেনজেমার
ছবি: রয়টার্স

লিগ নিয়ে ভাবনা নেই বলেই হয়তো বেনজেমার পেনাল্টি মিসও খুব একটা পাত্তা দিচ্ছেন না রিয়াল কোচ, ‘ম্যাচে যদি আরও একটা পেনাল্টি পেতাম, সেটিও বেনজেমাই নিত। আমাদের পরের ম্যাচে পেনাল্টি পেলেও সে-ই তা নেবে। পেনাল্টি মিস করে তারাই, যারা পেনাল্টি নেয়। তাই এটা নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নেই। সে আজকে গোল করতে না পারলেও ভালো খেলেছে।’

আর ৪ পয়েন্ট পেলেই রিয়ালের শিরোপা নিশ্চিত। আনচেলত্তির মনোযোগের একটা বড় অংশ এখন তাই চ্যাম্পিয়নস লিগের দিকে। মৌসুম শেষে ইউরোপসেরা হতে পারলে লা লিগার শিরোপাটাও আরও মধুর মনে হবে রিয়ালের, ‘আমরা লা লিগার শিরোপার খুব কাছে। অনেক কাছে। আমরা এখন চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দিকে মনোযোগ ঘোরাব। আমরা সেমিফাইনালে খেলতে নামব দুর্দান্ত ছন্দ নিয়েই। গোটা দলই উজ্জীবিত।’