৭৫ বছর বয়সে পেশাদার ফুটবল খেলার স্বপ্ন দেখছেন এজেলদিন বাহাদের। তাঁর চার ছেলে ও নাতি আছে ছয়জন।
কী অসাধারণ জীবনীশক্তি তাঁর! বয়স ৭৫ হয়ে গেছে, কিন্তু এখনো স্বপ্ন দেখেন পেশাদার ফুটবল খেলার! স্বপ্ন দেখেই বসে থাকেননি । স্বপ্ন পূরণের পথে এগিয়ে গেছেন অনেকটা পথ। নাম লিখিয়েছেন মিসরীয় ফুটবলের তৃতীয় স্তরের একটি ক্লাবে।
মিসরের এই মানুষটির চার সন্তান। নাতিও আছে ছয়জন। তাঁর পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন দেখাটা নিজের অপূর্ণ বাসনা থেকেই। সেই ছোটবেলাতেই ফুটবলে হাতেখড়ি। একটা সময় প্রচণ্ড ইচ্ছা ছিল পেশাদার ফুটবলার হবেন। সাধ থাকলেও উপায় ছিল না। পড়াশোনা আর জীবিকার তাগিদই তাঁর মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেয়। প্রকৌশলবিদ্যায় পড়াশোনা শেষ করে পাড়ি দেন কুয়েতে। সেখানে কাটিয়েছেন ১৫ বছর। তবে ফুটবলটা কখনোই ছাড়েননি। শখের খেলাটা খেলে গেছেন।
কুয়েত থেকে দেশে ফিরে এখন কায়রোর অদূরেই আবাস গড়েছেন। ঝাড়া হাত-পা। তাই এখন অপেক্ষা করে আছেন প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামার। নিজের অপূর্ণ সাধ পূরণ করার।
একটি প্রতিযোগিতামূলক ম্যাচেই ইতিহাসে নাম লেখাবেন এজেলদিন। হয়ে যাবেন ফুটবল ইতিহাসের সবচেয়ে বয়সী পেশাদার ফুটবলার। গত এপ্রিলেই ৭৩ বয়সে পেশাদার ফুটবল খেলে এ রেকর্ডটা আপাতত ইসরায়েলের আইজ্যাক হাইকের।