মূল একাদশে চেলসির চমক, রিয়ালে নেই মিলিতাও

আজ রাতে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও চেলসি।ছবি: রয়টার্স

চেলসির জন্য একরকম অগ্নিপরীক্ষাই বটে।

গত সপ্তাহে নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে করিম বেনজেমার হ্যাটট্রিকে ৩-১ গোলে হেরেছিল তারা। সেমিফাইনালে উঠতে হলে আজ একটুপর অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় লেগে রিয়ালকে অন্তত তিন গোলের ব্যবধানে হারাতে হবে তাদের। দুই গোলের ব্যবধানে হারালে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। আজকের ম্যাচটা হবে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে।

বায়ার্নের কাজটা তুলনামূলকভাবে সহজ। প্রথম লেগে ভিয়ারিয়ালের মাঠ থেকে ১-০ গোলে হেরে গেলেও আজ নিজেদের মাঠে অন্তত দুটো গোল দিলেই চলছে তাদের। সে ক্ষেত্রে নিশ্চিত করতে হবে, ভিয়ারিয়াল যেন কোনো গোল দিতে না পারে।

এর মধ্যেই চারটি দল মূল একাদশ দিয়ে দিয়েছে। চেলসির একাদশে চমক দেখিয়েছেন কোচ টমাস টুখেল। সেখানে নেই সেজার আজপিলিকেতা কিংবা জর্জিনিওর মতো তারকারা। ওদিকে চোটের কারণে আজ খেলবেন না রিয়ালের সেন্টারব্যাক এদের মিলিতাও। এক নজরে দেখে নেওয়া যাক চার দলের মূল একাদশ। খেলা শুরু হবে আজ রাত একটা থেকে।

রিয়াল মাদ্রিদ (সম্ভাব্য ছক ৪-৩-৩) : থিবো কোর্তোয়া ; দানি কারভাহাল, নাচো ফার্নান্দেস, ডেভিড আলাবা, ফারলাঁ মেন্দি ; লুকা মদরিচ, কাসেমিরো, টনি ক্রুস ; ফেদেরিকো ভালভার্দে, করিম বেনজেমা, ভিনিসিয়ুস জুনিয়র

চেলসি (সম্ভাব্য ছক ৩-৪-৩) : এদুয়ার্দ মেন্দি ; রিস জেমস, থিয়াগো সিলভা, আন্তোনিও রুডিগার ; রুবেন লফটাস-চিক, এনগোলো কান্তে, মাতেও কোভাচিচ, মার্কোস আলোনসো ; মেসন মাউন্ট, কাই হাভার্টজ, টিমো ভেরনার

বায়ার্ন মিউনিখ (সম্ভাব্য ছক ৪-২-৩-১) : মানুয়েল নয়্যার ; ইয়োসুয়া কিমিখ, বেঞ্জামিন পাভার, দায়োত উপামেকানো, লুকাস এর্নান্দেস ; লিওন গোরেৎস্কা, জামাল মুসিয়ালা ; লিরয় সানে, টমাস মুলার, কিংসলে কোমান ; রবার্ট লেভানডফস্কি

ভিয়ারিয়াল (সম্ভাব্য ছক ৪-৪-২) : জিরোনিমো রুইয়ি ; হুয়ান ফয়থ, রাউল আলবিওল, পাউ তোরেস, পেরভিস এস্তুপিনিয়ান ; জিওভান্নি লো সেলসো, দানি পারেহো, এতিয়েঁ কাপু, ফ্রান্সিস কোকুইলান ; জেরার্দ মোরেনো, আরনত দানুমা