মেসিকে ছাড়া প্রথম এল ক্লাসিকোতে কীভাবে দল সাজাবে বার্সেলোনা?

মেসি ও রামোস চলে যাওয়ার পর প্রথম এল ক্লাসিকো আজফাইল ছবি

আজ রোববার মৌসুমের প্রথম এল ক্লাসিকো, ক্যাম্প ন্যুতে বাংলাদেশ সময়ে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে আটটায়। ম্যাচকে ঘিরে আপনার মধ্যে বাড়তি কোনো উন্মাদনা কাজ করছে কি?

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের ম্যাচের আগের সেই উত্তেজনা আর নেই বললেই চলে। থাকবেই বা কী করে! আগের মতো লড়াইয়ের মধ্যে লড়াই বা দ্বৈরথ কি আর এখন আছে এল ক্লাসিকোয়! ব্যক্তি নৈপুণ্যের ঝলকও এখন আর সেভাবে নেই।

মেসি-গ্রিজমান ; দুজনের কেউই নেই বার্সেলোনায়
ছবি: টুইটার

২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান নেইমার। এল ক্লাসিকোর আবেদন ফুটবলপ্রেমীদের কাছে তখনো খুব একটা কমেনি। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথ তো ছিল। কিন্তু ২০১৮ সালে রোনালদো রিয়াল ছেড়ে জুভেন্টাসে যাওয়ার পর বড় একটা ধাক্কা খায় এল ক্লাসিকো। কারণ, রিয়াল-বার্সা লড়াইয়ের মূল আকর্ষণ মেসি-রোনালদোর দ্বৈরথই যে নেই হয়ে গেছে! ফুটবলপ্রেমীদের কাছে তখন হয়তো একমাত্র ‘সান্ত্বনা’ হিসেবে ছিল মেসির খেলা দেখার বিষয়টি। এখন তো মেসিও নেই। সবশেষ দলবদলে আর্জেন্টাইন তারকা বার্সেলোনা ছেড়ে নাম লিখিয়েছেন পিএসজিতে।

মেসি, নেইমার রোনালদো তাঁদের ব্যক্তিগত নৈপুণ্যের ঝলক নিয়ে পাততাড়ি গুটিয়ে পাড়ি জমিয়েছেন অন্য কোথাও। এল ক্লাসিকোর যে আলাদা একটা উত্তেজনা থাকে, মাঠে খেলোয়াড়দের দেহভঙ্গিতে জয়ের জন্য মরিয়া ভাব থাকে, সেটাতেও যতি এঁকে দিয়ে পিএসজিতে পাড়ি জমিয়েছেন সের্হিও রামোস।

এই তো গত মৌসুমেও এল ক্লাসিকোতে দেখা গেছে মাঠে রামোসের সেই সব আগ্রাসী আচরণ। হয়তো কোনো একটি মুহূর্ত নিয়ে কথা–কাটাকাটির একপর্যায়ে বার্সেলোনার কোনো খেলোয়াড়কে ধাক্কা মেরে ম্যাচের উত্তেজনা বাড়িয়ে দিয়েছেন রামোস! ওদিক থেকে সেটার প্রতিবাদ করতে আবার ছুটে গেছেন জেরার্দ পিকে।

সব মিলিয়ে এল ক্লাসিকো এখন ভাঙা হাট। সবকিছুর পরও ম্যাচটা তো রিয়াল-বার্সার। লা লিগা তথা ইউরোপের ফুটবলের অন্যতম বড় এ দ্বৈরথে শেষ দুই মৌসুমে জয়ের মুখ দেখেনি বার্সেলোনা। সবশেষ মুখোমুখি লড়াইয়ে ঘরের মাঠে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছিল রিয়াল। মেসি থাকতেই এমন অবস্থা ছিল বার্সার। মেসি চলে যাওয়ার পর তো মাঠে আরও ধুঁকছে বার্সেলোনা।

লা লিগায় ৮ ম্যাচ খেলে এরই মধ্যে ৩টিতে হেরেছে রোনাল্ড কোমানের দল। ১৫ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানে আছে তারা। আজ গুরুত্বপূর্ণ ম্যাচের আগেও বার্সেলোনা দলে চোটের হানা। সবশেষ চ্যাম্পিয়নস লিগের ম্যাচে দিনামো কিয়েভের বিপক্ষে চোটে পড়েছেন লেফটব্যাক জর্দি আলবা। এ ছাড়া আগে থেকেই চোটে আছেন পেদ্রি, রোনাল্ড আরাজু, উসমান ডেম্বেলে, মার্টিন ব্র্যাথওয়েট।

সে তুলনায় কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে রিয়াল। ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে মাদ্রিদ। শেষ ম্যাচে করিম বেনজেমার চোট পাওয়া কিছুটা চিন্তায় ফেলে দিয়েছে আনচেলেত্তিকে। দলের সঙ্গে অনুশীলন করেননি বেনজেমা। এ ছাড়া আগে থেকেই চোট দানি সেবালোস ও গ্যারেথ বেলের।

মাঝমাঠটাই আনচেলেত্তির মূল শক্তি। লুকা মদরিচ, টনি ক্রুস ও কাসেমিরো সবাই ম্যাচটি খেলার জন্য প্রস্তুত। স্বস্তির বিষয় হলো চোট কাটিয়ে লেফটব্যাক ফারলাঁ মেন্দির ফিরে আসা। তবে রক্ষণভাগ নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকছে। আজও নাচোকে রাইটব্যাকে খেলানো হতে পারে।

সব মিলিয়ে এবারের এল ক্লাসিকোতে কেমন হতে পারে দুই দলের একাদশ? বিশেষ করে, মেসিকে ছাড়া প্রথম এল ক্লাসিকোতে কীভাবে একাদশ সাজান কোমান, সেটা দেখার অপেক্ষায় থাকবেন অনেকেই।

বার্সেলোনার সম্ভাব্য একাদশ: টের স্টেগেন, রবার্তো, জেরার্দ পিকে, গার্সিয়া, আলবা, গাভি, বুসকেটস, ডি জং, ডিপাই, ডি ইয়ং ও ফাতি।
রিয়াল মাদ্রিদের সম্ভাব্য একাদশ: কোর্তোয়া, নাচো, মিলিতাও, আলাবা, মেন্দি, ক্রুস, কাসেমিরো, মদরিচ, রদ্রিগো, বেনজেমা ও ভিনিসিয়ুস জুনিয়র