মেসি–রোনালদোর ‘আগামী মৌসুমেই একসঙ্গে খেলা সম্ভব’

ক্রিস্টিয়ানাে রোনালদো ও লিওনেল মেসিছবি: রয়টার্স

আগে এ চিন্তা শুধু স্বপ্নেই করা যেত। মেসি-রোনালদো একই দলে খেলছেন, এ তো যেকোনো ফুটবলভক্তের কাছে স্বপ্ন পূরণ হওয়ার মতো ব্যাপার!

কিন্তু সে স্বপ্ন পূরণ হয়েছে কোথায়? স্পোর্তিং লিসবনে প্রতিভা দেখিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে তারকাখ্যাতি, এরপর রিয়াল মাদ্রিদের মূল খেলোয়াড় হয়েছেন রোনালদো। রিয়াল–অধ্যায় শেষ করে যখন জুভেন্টাসে গেলেন, মেসি তখনো বার্সেলোনাতেই। যে বার্সেলোনাতে মেসি আজীবন থেকে যাবেন বলে মনে করা হতো, এই মৌসুমের শুরুতে সে ধারণাও বদলে গেল।

মেসি পাড়ি জমালেন পিএসজিতে; সবাইকে বুঝিয়ে দিলেন, ফুটবলে অসম্ভব বলে কিছু নেই। তো, যেহেতু অসম্ভব বলে কিছু নেই, সেহেতু মেসি-রোনালদোকে এক দলে দেখার আশা তো করাই যায়। দুজনের ক্যারিয়ারের এ পর্যায়ে এখন স্বপ্নটাকে আর অতটাও অবাস্তব মনে হয় না!

আর্সেনালের সাবেক ইংলিশ মিডফিল্ডার পল মারসনের কাছে ঠিক এমনই মনে হচ্ছে। বিভিন্ন চ্যানেলে ফুটবল নিয়ে বিশেষজ্ঞ মতামত দিয়ে বেড়ানো মারসনের কাছে মনে হয়েছে, ফুটবলপ্রেমীদের এই স্বপ্নপূরণে আর বেশি দেরি নেই। আগামী মৌসুমেই এক দলে খেলতে পারেন মেসি ও রোনালদো!

মারসনের কাছে মনে হয়, ম্যানচেস্টার ইউনাইটেডের আর থাকা হবে না রোনালদোর। পিএসজিতে কিলিয়ান এমবাপ্পের বিকল্প হিসেবে রোনালদোর ভবিষ্যৎ দেখছেন মারসন, যে পিএসজিতে আগে থেকেই আছেন মেসি।

আর্সেনালের সাবেক মিডফিল্ডার পল মারসন
ছবি: টুইটার

স্পোর্টসকিডাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সম্ভাবনার কথা জানিয়েছেন মারসন, ‘মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি, পিএসজিতে আগামী মৌসুমে মেসি ও রোনালদো একসঙ্গে খেলছে। এর পেছনে আসল কারণ হবে ম্যানচেস্টার ইউনাইটেডে এরিক টেন হাগের কোচ হিসেবে আসার ব্যাপারটা। আমি বিস্মিত হব যদি টেন হাগ রোনালদোকে ওর দলে চায়। সে অবশ্যই ইউনাইটেডকে নিজের মতো করে গড়তে চাইবে, আর ক্রিস্টিয়ানোর বয়স ৩৭।’

চ্যাম্পিয়নস লিগে রোনালদোর সফলতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। গোলের দিক দিয়ে রোনালদোই সবচেয়ে সফল। সব মিলিয়ে এই শিরোপা জিতেছেনও পাঁচবার।

ইউরোপসেরা কীভাবে হতে হয়, তা রোনালদোর চেয়ে ভালো খুব বেশি মানুষ জানেন না। আর সেটাই আকৃষ্ট করতে পারে একটা চ্যাম্পিয়নস লিগের জন্য হাপিত্যেশ করতে থাকা পিএসজিকে।

যে কারণে স্বল্প মেয়াদে এমবাপ্পের বিকল্প হিসেবে রোনালদোর দিকে পিএসজি হাত বাড়াতে পারে বলে মনে করছেন মারসন, ‘পিএসজির মূল লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ জয়। এই প্রতিযোগিতায় রোনালদো নিজেকে বারবার প্রমাণ করেছে। গোল করেছে, করিয়েছে, জার্সি বিক্রিতে সাহায্য করেছে, সবকিছুই করেছে।’

অন্যান্য যেকোনো লিগের চেয়ে ফরাসি লিগ আঁ সহজ, আর এটাই রোনালদোকে শুধু চ্যাম্পিয়নস লিগের দিকে মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে বলে মনে করেন মারসন, ‘লিগ আঁ সহজ লিগ। রোনালদো এখানে এলে চ্যাম্পিয়নস লিগের প্রতি মনোযোগ দিতে পারবে। আর মেসি যেহেতু এর মধ্যে এই ক্লাবেই কাছে, তাই সর্বকালের দুজন সেরা খেলোয়াড়কে এক দলে আমরা দেখতেই পারি!’