মেসির বার্সা ছাড়ার পেছনে আমার হাত নেই, রিয়াল সভাপতির দাবি

মেসির বার্সা ছাড়ার পেছনে রিয়াল সভাপতির হাত আছে?ছবি: পিএসজি

কিছুদিন আগে এক বোমা ফাটিয়েছিলেন বার্সেলোনার বোর্ড কর্মকর্তা জমে ইয়োপিস। এস্পাই বার্সা কমিশনের সদস্য জমে ইয়োপিস মেসির বার্সা ছাড়ার পরপরই পদত্যাগ করেছিলেন। তাঁর মনে হয়েছিল, মেসিকে যেতে দিয়ে রিয়াল মাদ্রিদের ইচ্ছা পূরণ করেছেন ক্লাবের সভাপতি হোয়ান লাপোর্তা।

রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।
ফাইল ছবি: এএফপি

বলেছিলেন, মেসিকে চলে যেতে দিয়ে লাপোর্তা রিয়াল মাদ্রিদকে সহযোগিতা করেছেন। বাণিজ্যিক প্রতিষ্ঠান ও কৌশল বিশেষজ্ঞ ইয়োপিসের ধারণা ছিল, রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের পরিকল্পনা বাস্তবায়ন করেছেন লাপোর্তা। চাইলে নাকি মেসিকে ধরে রাখার ব্যাপারে আরও চেষ্টা করতে পারত বার্সেলোনা। কিন্তু পেরেজ পেছন থেকে কলকাঠি নাড়ায় সে পথ মাড়ায়নি বার্সেলোনা। ইয়োপিস দাবি করেছিলেন, শুধু লাপোর্তাই নন, বার্সেলোনার নতুন প্রধান নির্বাহী ফেরান রেভেরতারের সঙ্গেও বন্ধুত্ব আছে পেরেজের। ইয়োপিসের এই দাবি সরাসরি অস্বীকার করেছেন পেরেজ।

রিয়াল সভাপতির পরিকল্পনা বাস্তবায়ন করেছেন বার্সা সভাপতি লাপোর্তা?
ছবি: এএফপি

আনুষ্ঠানিক বিবৃতিতে পেরেজ জানিয়েছেন, ‘মেসির বার্সেলোনা ছাড়ার পেছনে আমার ভূমিকা থাকতে পারে, এটা অসম্ভব। শুধু মেসির বার্সা ছাড়াই নয়, বার্সেলোনার যেকোনো সিদ্ধান্তেই আমার প্রভাব থাকা অসম্ভব। এসব দাবি পুরোপুরি মিথ্যা। বার্সেলোনার প্রধান নির্বাহী ফেরান রেভেরতার আমার বন্ধুও নন। তাঁর সঙ্গে আমার দেখা হয়েছেই দুবার। প্রথমবার চার মাস আগে আর দ্বিতীয়বার গত শনিবারে, যখন মেসিকে নিয়ে বার্সেলোনা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। যে সভায় রেভেরতার ছাড়া বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা ও জুভেন্টাসের সভাপতি আন্দ্রেয়া আনেয়েল্লিও ছিলেন। আশা করব জমে ইয়োপিস নিজের এই বক্তব্য প্রত্যাহার করবেন আর মিথ্যা দিয়ে কাউকে বিভ্রান্ত করবেন না।’

এর আগে লা ভ্যানগার্দিয়া আর কাদেনা সের কে দেওয়া সাক্ষাৎকারে পেরেজকে ধুয়ে দিয়েছিলেন ইয়োপিস। পেরেজের বিবৃতি মূলত সে সাক্ষাৎকারেরই পাল্টা জবাব।