মেসির ভালো খেলার জন্য এমবাপ্পের জায়গা বিসর্জন
লিওনেল মেসি কোথায় খেললে দলের ভালো হয়, সেটি বের করার দায়িত্ব এখন মরিসিও পচেত্তিনোর। বার্সেলোনার হয়ে পেপ গার্দিওলা, আর্নেস্তো ভালভার্দেরা মেসির সেরা রূপটা বের করতে পেরেছেন, কিন্তু পিএসজির জার্সিতে এখনো আর্জেন্টাইন মহাতারকার সেরাটা বের করতে পারেননি তাঁর স্বদেশি কোচ। গতকাল লিলের বিপক্ষে যদিও আশা জাগানো কিছু মুহূর্ত জন্ম দিয়েছেন মেসি।
গতকাল মেসি, কিলিয়ান এমবাপ্পেরা গতবারের লিগ চ্যাম্পিয়নদের নিয়ে ছেলেখেলা করেছেন। ৫-১ ব্যবধানে জেতা ম্যাচে গোল করেছেন দুজনই। পিএসজির আক্রমণগুলো মেসিকে কেন্দ্র করেই হচ্ছিল। এই মৌসুমে এখন পর্যন্ত পিএসজির আক্রমণভাগের নেতৃত্ব দেওয়া এমবাপ্পে এতে আপত্তির কিছু দেখছেন না। মেসির সেরাটা পাওয়ার জন্য পার্শ্বচরিত্র থেকে কোনো আপত্তি নেই ফ্রেঞ্চ ফরোয়ার্ডের।
২০১৭ সালে বিস্ময় বালক হিসেবে আবির্ভাবের পর এমবাপ্পেকে আক্রমণের তিনটি অবস্থানেই দেখা গেছে। দুই উইং এবং মূল স্ট্রাইকার হিসেবে খেলতে হয়েছে তাঁকে। যদিও মাঠের বাঁ দিক বা মূল স্ট্রাইকার হিসেবেই বেশি স্বচ্ছন্দ এমবাপ্পে। ওদিকে কাগজে-কলমে ডান উইংয়ে থাকলেও মেসি মধ্যমাঠ থেকে আক্রমণ—পুরোটাজুড়েই খেলতে চান।
এ মৌসুমে নেইমার-মেসি-এমবাপ্পে ত্রয়ীকে এক ছন্দে খেলাতে বেগ পেতে হচ্ছে পচেত্তিনোর। চোটের কারণে নেইমারের অনুপস্থিতিতেও ছন্দ খুঁজে পাচ্ছিলেন না পচেত্তিনো। কাল তাই এমবাপ্পেকে উইংয়ে একদম লাইন ঘেঁষে খেলার দায়িত্ব দিয়েছিলেন পচেত্তিনো। ওদিকে মেসিকে মাঠের মাঝখানটায় স্বাধীন হয়ে খেলার ছাড়পত্র দেন পচেত্তিনো, বার্সেলোনায় যেমনটা দেখা যেত।
২০২২ সালে মেসির প্রথম গোল বলছে, পরিকল্পনা কাজে লেগেছে। কাল ম্যাচ শেষে আমাজন প্রাইম তাই এমবাপ্পের কাছে প্রশ্ন রেখেছিল। মাঝে খেললেই মেসির ভয়ংকরতম রূপের দেখা মেলে কি না। গতকাল মৌসুমের ২০তম গোল করা এমবাপ্পেও মেসিকে এভাবে দেখতে চান, ‘আমি কোচ নই, কিন্তু লিও এমন এক খেলোয়াড়, যার ম্যাচ বুঝতে এবং খেলা ধরতে বলের স্পর্শ দরকার হয়। আমার ধারণা, এটা তাঁর জন্য খুব ভালো পজিশন। স্বাধীন থাকেন, ঘুরতে পারেন, বলের দখল নেন (মাঝমাঠে), গোলের কাছে যেতে পারেন।’
মেসি মাঠের এত বড় জায়গাজুড়ে খেললে অন্যরা স্থানের অভাবে ভুগতে পারেন। নেইমারও তো মাঠজুড়ে খেলতে পছন্দ করেন। কিন্তু এমবাপ্পের এতে কোনো সমস্যা নেই, ‘আমি যেকোনো জায়গায় খেলতে পারি। আমি মাঝে খেলা শুরু করেছি, ডানে করেছি, বাঁয়েও খেলেছি। আমার নড়াচড়াতেও স্বাধীনতা পাচ্ছি। এই মুহূর্তে আমরা এভাবেই ভালো খেলছি। নেইমার ফিরলে আমাদের দল গোছাতে হবে, কারণ তিনি খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। উনি আমাদের দলকে বদলে দিতে পারেন। ফিরলেই দেখা যাবে।’
গত ২৮ নভেম্বরের পর থেকে চোটের কারণে মাঠে দেখা যাচ্ছে না নেইমারকে। ১৫ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাঁকে পাওয়ার আশা করছে পিএসজি। এরই মধ্যে অনুশীলনে ফিরেছেন নেইমার। ব্রাজিলিয়ান প্লেমেকার ফেরার পরই বোঝা যাবে, মেসির জন্য মাঠে কতটা জায়গা বরাদ্দ করছেন পচেত্তিনো।