যুক্তরাষ্ট্রের গোলকিপারে চোখ রিয়াল মাদ্রিদের
কিছুদিন আগে থিবো কোর্তোয়া যে পারফরম্যান্স দেখিয়েছেন, তাতে ভুলেও দলের গোলকিপার বদলের ব্যাপারে চিন্তাও করা উচিত নয় রিয়াল মাদ্রিদের। কিন্তু তা–ও এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা নতুন গোলকিপার দলে আনতে চাইছে। কারণ, কোর্তোয়া বর্তমানের তারকা হলেও ভবিষ্যতের ‘নতুন কোর্তোয়া’র তো দরকার পড়বেই! কোর্তোয়া চলে গেলে গোলবার কে সামলাবেন, সেটা নিয়েও এখনই চিন্তা করতে হবে। প্রতিপক্ষের চেয়ে একটু বেশি ভাবনাচিন্তা করে আগামী দিনের পরিকল্পনা করতে হবে।
আর ঠিক সেটাই করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। দলে আনতে চাইছে নতুন গোলকিপার। আর সে লক্ষ্যে তাদের নজর পড়েছে স্পেন-ইউরোপ ছাড়িয়ে একদম আটলান্টিকের ওপারে। যুক্তরাষ্ট্র থেকে নতুন গোলকিপার আনতে চাইছে তারা। মেজর লিগ সকারের ক্লাব শিকাগো ফায়ারের ১৮ বছর বয়সী মার্কিন গোলকিপার গ্যাব্রিয়েল স্লোনিনাকে দলে টানতে চাইছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব-১৫ থেকে অনূর্ধ্ব-২০, প্রতি পর্যায়ের বয়সভিত্তিক দলে খেলার অভিজ্ঞতা আছে এই স্লোনিনার। শিকাগো ফায়ারের হয়ে এর মধ্যেই ২৫ ম্যাচ খেলা হয়ে গেছে তাঁর। জাতীয় দলের ক্যাম্পে এর মধ্যে ডাক পেলেও কোচ গ্রেগ বেরহল্টার এখনো জাতীয় দলের হয়ে স্লোনিনার অভিষেক ঘটাননি।
দলবদল–বিষয়ক বিখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন এ খবর। এই মৌসুমে শিকাগো ফায়ারের হয়ে ১৪ ম্যাচ খেলা স্লোনিনা পাঁচ ম্যাচে গোল খাননি, কিন্তু বাকি ম্যাচগুলোতে গোল হজম করেছেন মোট ২০টি। গোল হজম করলেও সঠিক পরিচর্যায় স্লোনিনা যে বিশ্বমানের হতে পারেন, সে প্রতিভা চোখে পড়েছে রিয়ালের। কোর্তোয়ার উত্তরসূরি হিসেবে তাই তাঁকেই পছন্দ হয়েছে লস ব্লাঙ্কোসদের।
২০২১ সালের আগস্টে নিউইয়র্ক এফসির বিপক্ষে লিগ অভিষেক হয় স্লোনিনার। ১৭ বছর ৮১ দিন বয়সে সে ম্যাচে লিগের সর্বকালের কনিষ্ঠতম গোলকিপারের রেকর্ড গড়েন স্লোনিনা। শুধু রিয়ালই নয়, বায়ার্ন মিউনিখ ও চেলসির মতো ক্লাবগুলোরও নজরে ছিলেন স্লোনিনা। শেষমেশ রিয়ালেরই জয় হতে যাচ্ছে বলে ধারণা রোমানোর।