default-image

সেই ম্যাচের পর আগামীকালই লা লিগায় রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচ। আনচেলত্তির দলকে ওয়ান্দা মেত্রোপলিতানোতে আতিথ্য দেবে আতলেতিকো মাদ্রিদ। অঘোষিত নিয়ম অনুযায়ী এ ম্যাচে আতলেতিকোর কাছ থেকে গার্ড অব অনার পাওয়ার কথা রিয়ালের।

কিন্তু আতলেতিকো আগেই জানিয়ে দিয়েছে, গার্ড অব অনার তারা দেবে না। এ নিয়ে আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আতলেতিকোর কোচ দিয়েগো সিমিওনে বলেছেন, ‘বাস্তবতা হচ্ছে এটা ক্লাব আগেই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে। খুব ভালোভাবে এর ব্যাখ্যাও দিয়েছে। রিয়ালকে আমরা অভিনন্দন জানিয়েছি। তাদের ফুটবলার, কোচিং স্টাফ—সবাই মিলে অসাধারণ একটি মৌসুম কাটিয়েছে।’

default-image

সিমিওনে এরপর রিয়ালকে গার্ড অব অনার না জানানো নিয়ে নিজের ব্যাখ্যাটা দিয়েছেন, ‘রিয়াল মাদ্রিদের প্রতি শ্রদ্ধা আছে আমাদের। কিন্তু আমাদের সমর্থকদের প্রতি শ্রদ্ধাটা আরও বেশি। আমি জানি না, এমন নিয়ম বিশ্বের আর কোনো চ্যাম্পিয়নশিপে আছে কি না। প্রত্যেকটি সমাজ আলাদা। স্পেনে প্রতিদ্বন্দ্বীকে গার্ড অব অনার দেওয়ার এ নিয়ম আছে। কিন্তু আমি যেখান থেকে এসেছি, সেখানে এটা নেই।’

গার্ড অব অনারের বিষয়টি নিয়ে সিমিওনের সঙ্গে মিলে যায় আনচেলত্তির কথা, ‘আমি আসলে এর (গার্ড অব অনার) সঙ্গে অভ্যস্ত নই। কারণ, ইতালিতে আমি এটা দেখিনি। ওরা যদি আমাদের গার্ড অব অনার দেয়, তাহলে ভালো; আর না দিলেও ক্লাবটির (আতলেতিকো) প্রতি আমার শ্রদ্ধা থাকবে।’

ফুটবল থেকে আরও পড়ুন
মন্তব্য করুন