রোনালদোকে ঘরে ফেরানোর ঘোষণাতেই রেকর্ড ইউনাইটেডের

ক্রিস্টিয়ানো রোনালদো দলে যোগ দিয়ে ইউনাইটেড সমর্থকদের স্বপ্ন পূরণ করে দিয়েছেনফাইল ছবি: এএফপি

এখনো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠে নামা হয়নি তাঁর। সে জন্য অন্তত ১১ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদো কত শত রেকর্ড গড়বেন, সে নিয়ে জল্পনাকল্পনার শেষ নেই। তবে ৩৬ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ডের সৌজন্যে ম্যানচেস্টার ইউনাইটেডের একটা রেকর্ড এরই মধ্যে হয়ে গেল।

রেকর্ডটা মাঠে নয়, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে। রোনালদোর ইউনাইটেডে যোগ দেওয়ার খবর তো সামাজিক যোগাযোগের সব মাধ্যমেই ম্যান ইউনাইটেডের অফিশিয়াল একাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। এর মধ্যে ইনস্টাগ্রামের পোস্টটি গড়েছে রেকর্ড। ইনস্টাগ্রামে রোনালদোর যোগ দেওয়ার ঘোষণায় যত লাইক পড়েছে, ক্রীড়া ইতিহাসে কোনো দলের কোনো পোস্টে এত লাইক কখনো পড়েনি!

রোনালদো এখন ইউনাইটেডের
ছবি: রয়টার্স

‘ঘরে স্বাগতম, ক্রিস্টিয়ানো’—এতটুকুই লেখা ছিল ইউনাইটেডের ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে। এর বেশি কিছু যে আর লেখার দরকারই ছিল না। রোনালদোর কাছে স্পোর্তিং লিসবন, ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ—তিনটি ক্লাবই ঘরের মতো, কিন্তু ম্যান ইউনাইটেডেই তাঁর প্রথম তারকা হয়ে ওঠা বলে ইংলিশ ক্লাবটি সব সময়ই পর্তুগিজ অধিনায়কের কাছে বিশেষ কিছু। সে ঘরেই এবার ফিরে এসেছেন রোনালদো।

পোস্টে ইউনাইটেডে প্রথম দফায় রোনালদোর হাসিমুখের কয়েকটি ছবি ‘কোলাজ’ করে দেওয়া ছিল। এই পোস্ট ইনস্টাগ্রামে কী দারুণ সাড়াই না ফেল দিল! এই প্রতিবেদন লেখার সময়ে ইনস্টাগ্রামে এই পোস্টে ভালোবাসা জানিয়েছেন ১ কোটি ২৯ লাখ ৩৪ হাজার ৯৩৬ জন। খেলাধুলার ইতিহাসে আর কোনো দলের কোনো পোস্টে এত সাড়া কখনো পড়েনি।

অবশ্য রোনালদোর ইউনাইটেডে যাওয়া যতটা নাটকে মোড়া ছিল, তাতে এমন সাড়া পড়ারই কথা! রোনালদোর জুভেন্টাস ছেড়ে অন্য কোনো ক্লাবে যাওয়ার গুঞ্জন তো এবারের দলবদলের শুরু থেকেই ছিল, কিন্তু গুঞ্জন তো গুঞ্জনই। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ইংলিশ সংবাদমাধ্যম প্রায় নিশ্চিত করে জানিয়ে দিল, ম্যানচেস্টার সিটিতে যাওয়ার ব্যাপারে সম্মত রোনালদো, সিটির সঙ্গে ব্যক্তিগত চুক্তিতে প্রাথমিক সম্মতি হয়ে গেছে। এর মধ্যে শুক্রবার বিকেলে জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি নিশ্চিত করে দিলেন, রোনালদো জুভেন্টাস ছাড়ছেন।

কিন্তু এরপরই পুরো ওলট–পালট! নিজেদের কিংবদন্তি নগরপ্রতিন্দ্বন্দ্বী ক্লাবে যাবে, ম্যান ইউনাইটেড তা মানবে কেন! কয়েক ঘণ্টার মধ্যেই সব চুক্তিটুক্তি করে ইউনাইটেড ঘোষণা দিয়ে দিল, ‘ঘরে স্বাগতম, রোনালদো!’

একে তো রোনালদোর মতো এক মহাতারকার সাবেক ক্লাবে ফেরার দারুণ গল্প জানাল পোস্টটা, তার ওপর এর আগে চার-পাঁচ ঘণ্টায় যে চূড়ান্ত নাটকীয়তা দেখা গেল, তারপর ইউনাইটেডের ওই পোস্টে হুমড়ি খেয়ে তো পড়ারই কথা।

তাতেই হয়ে গেল ক্লাব রেকর্ড। সে তুলনায় মেসির পিএসজিতে যাওয়ার ঘোষণা দেওয়া পোস্টটা ইনস্টাগ্রামে অত বেশি মানুষের কাছে পৌঁছায়নি। পিএসজির অফিশিয়াল একাউন্টের পোস্টে সেদিন লাইক দিয়েছিলেন ৭৮ লাখ ১৯ হাজারের কিছু বেশি মানুষ।
তবে রোনালদোকে নিয়ে দেওয়া পোস্টে ম্যান ইউনাইটেড রেকর্ড গড়লেও সব মিলিয়ে ইনস্টাগ্রামে খেলাধুলা–সম্পর্কিত পোস্টে সবচেয়ে বেশি লাইকের রেকর্ড রোনালদোর নয়, সেটি আবার মেসির। গত জুলাইয়ে আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতানো পোস্টে মেসি লাইক পেয়েছিলেন ২ কোটি ১৯ লাখের বেশি।