রোনালদো মূল একাদশে নেই, তাও জিততে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড

আবারও পয়েন্ট হারানোর বেদনা সঙ্গী হলো রোনালদোদেরছবি : রয়টার্স

বার্নলি ১-১ ম্যানচেস্টার ইউনাইটেড

(জে রড্রিগেজ) (পল পগবা)


রালফ রাংনিককে অনেক আশা নিয়েই নিয়োগ দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রত্যাশা তাঁর কাছে অনেক। দল তাঁর অধীন উন্নতির সিঁড়ি বেয়ে উঠবে, এমন প্রত্যাশাই তো স্বাভাবিক। কিন্তু সেটি হচ্ছে না। ইউনাইটেডের দুঃসময় যেন কাটতেই চাচ্ছে না!

কিছুদিন আগেই এফএ কাপে মিডলসবরোর বিপক্ষে লম্বা এক পেনাল্টি শুটআউটে হেরে যাওয়া ইউনাইটেড গত রাতে আবারও জয়হীন। এবার ইউনাইটেডকে জিততে দেয়নি বার্নলি। প্রিমিয়ার লিগের ম্যাচে ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। মিডলসবরোর বিপক্ষে গোটা ম্যাচ খেলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচে রোনালদোর পেনাল্টি মিস করা দেখে দিনশেষে নিন্দুকেরা ছিলেন সরব। কেউ কেউ তো বলেই ফেলেছিলেন, রোনালদো খেলেছে বলেই দল হেরেছে মিডলসবরোর কাছে।

বার্নলির বিপক্ষে লিগ ম্যাচে মূল একাদশে ছিলেন না পর্তুগিজ তারকা। তাঁকে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন কোচ রালফ রাংনিক। রোনালদোর জায়গায় মূল একাদশে খেলানো হয়েছিল উরুগুইয়ান স্ট্রাইকার এদিনসন কাভানিকে। কাভানিও গোল করতে পারেননি, পরে মাঠে অবশ্য নেমেছিলেন রোনালদো। কিন্তু দলকে উদ্ধার করতে পারেননি। শুরুতে গোল করে এগিয়ে গেলেও পরে গোল হজম করে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে।

ইউনাইটেডের হয়ে গোল করেছেন ফরাসি মিডফিল্ডার পল পগবা, পরে বার্নলির হয়ে গোল শোধ করে দেন ইংলিশ ফরোয়ার্ড জে রড্রিগেজ। এ মৌসুমে এ নিয়ে মাত্র চার ম্যাচে রোনালদো ইউনাইটেডের মূল একাদশে ছিলেন না রোনালদো। চার ম্যাচেই জয়হীন ছিল দল।


এ ড্রয়ে ইউনাইটেডের আক্ষেপ আরও বাড়বে বার্নলির ইংলিশ গোলকিপার নিক পোপের পারফরম্যান্সে। এমনিতেই পোপকে ইংল্যান্ডের অন্যতম প্রতিভাবান গোলকিপার বলা হয়। কেন বলা হয়, সেটির প্রমাণ দিয়েছেন গত রাতে। আট মিনিটেই মার্কাস রাশফোর্ডের একটা শট অসাধারণভাবে আটকে দিয়ে গোটা ম্যাচে কী হতে যাচ্ছে, সেটিরই যেন একটা ইঙ্গিত দিয়ে রেখেছিলেন পোপ। কিছুক্ষণ পরই রাফায়েল ভারানের অসাধারণ এক হেডে ইউনাইটেড এগিয়ে গিয়েছে বলে মনে হলেও পরে ভিএআরের মাধ্যমে দেখা যায়, গোল হওয়ার আগমুহূর্তে বার্নলির ডিফেন্ডার বেন মি কে ফাউল করা হয়েছিল। যে কারণে বাতিল হয়ে যায় সেই গোল।

শেষ ২২ মিনিটের জন্য মাঠে নেমেছিলেন রোনালদো
ছবি : রয়টার্স

১৯ মিনিটে বাঁ প্রান্ত থেকে আসা ইংলিশ লেফটব্যাক লুক শর সহযোগিতায় গোল করেন পল পগবা। ৩৮৪ দিন পর গোলের দেখা পেলেন এই ফরাসি মিডফিল্ডার। কিন্তু এগিয়ে গিয়ে গোল ধরে রাখতে যে হিমশিম খাচ্ছে ইউনাইটেড। এর আগের দুই ম্যাচেও এগিয়ে গিয়ে তা ধরে রাখতে পারেনি তারা। আগের লিগ ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে দুই গোলে এগিয়ে যাওয়ার পরও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ইউনাইটেড।


৩৩ মিনিটে কাভানির হেড অসাধারণভাবে আটকে দেন পোপ। ৩৮ মিনিটেও একই কাহিনি, এবার খালি হাতে ফেরেন ব্রুনো ফার্নান্দেস। দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে সমতায় ফেরান বার্নলির স্ট্রাইকার রড্রিগেজ। এই গোলের পেছনে ইউনাইটেড অধিনায়ক হ্যারি ম্যাগুয়ারের দায় আছে, যেমন দায় আছে ভারানের বাতিল হওয়া গোলের পেছনেও। ভারানের গোলের সময় বেন মি কে ফাউল করতে গেলেন কেন তিনি!

দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে সমতায় ফেরান বার্নলির স্ট্রাইকার রড্রিগেজ
ছবি : রয়টার্স

ঘরের মাঠে ইউনাইটেডের বিপক্ষে ২০০৯ সালের পর এই প্রথম গোল করতে পারল বার্নলি। শেষ ২২ মিনিটের জন্য মাঠে নেমেছিলেন রোনালদো। চেষ্টা করেছিলেন, কিন্তু দলের ভাগ্য বদলাতে পারেননি।


ওদিকে রোনালদোর মতো মাথা নিচু করে মাঠ ছেড়েছেন এভারটনের নতুন কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডও। কয়েক দিন আগে এফএ কাপে ব্রেন্টফোর্ডকে হারিয়ে এভারটনের কোচ হিসেবে শুভসূচনা করেছিলেন চেলসির সাবেক কিংবদন্তি। কিন্তু লিগে এভারটনের হয়ে নিজের অভিষেক ম্যাচেই হার দেখলেন তিনি। গত রাতে নিউ ক্যাসলের কাছে ৩-১ গোলে হেরেছে এভারটন। ওদিকে জ্যারড বাওয়েনের গোলে ওয়েস্টহ্যাম ১-০ গোলে জিতেছে ওয়াটফোর্ডের বিপক্ষে। ইতালিতে কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে এদিন জেকো আর অ্যালেক্সিস সানচেজের গোলে রোমাকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান।