default-image

মৌসুমটা দুর্দান্ত কাটছে লওতারো মার্টিনেজের। ইন্টার মিলানের জার্সিতে এই মৌসুমে ৪৬ ম্যাচে করেছেন ১৯ গোল। ২২ বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকারকে বার্সেলোনা দলে নিতে আগ্রহী। মৌসুমের শুরু থেকেই তাকে ঘিরে গুঞ্জনটা রয়েছে দলবদলের বাজারে। কিন্তু লওতারোর এজেন্ট কার্লোস বেতো ইয়াকুর দাবি, ‘এই খবর নিয়ে বাস্তবের চেয়ে বেশি আলোচনা হচ্ছে গণমাধ্যমে।’

বার্সা যে লওতারোকে চায়, তা নিয়েও ক্লাবটি কোনো গোপনীয়তা রাখেনি। নেইমারের বদলে নাকি লওতারোকে ঘিরেই ভবিষ্যৎ সাজাতে চায় তারা। যদিও ইন্টারের দাবি মেটাতে আপাতত অনাগ্রহ প্রকাশ করেছে বার্সেলোনা এবং এটা নিয়ে শুধুই কালক্ষেপণ করছে। ক্লাব থেকে দাবি করা হচ্ছে, দলবদলের পরিকল্পনাটা আরও এক বছরের জন্য স্থগিত করা হতে পারে। লওতারোকে যখন স্বেচ্ছায় বার্সায় যেতে চাইবে তখনই সে যাবে।

ইন্টারে বেশ স্বাচ্ছন্দ্যেই আছেন লওতারো, এমনটাই বলছেন তাঁর এজেন্ট কার্লোস, ‘ইন্টারের সঙ্গে লওতারোর চুক্তিটা এখনো তিন বছর আছে। এবং এখন লওতারো যেখানে আছে সেখানে আনন্দেই আছে। ভালো একটা মৌসুম কাটাচ্ছে সে। ইউরোপ লিগে খেলবে। এবং আমি আশা করি ইন্টার সামনের সব রকমের প্রতিযোগিতায় খেলতে পারবে।’

অবশ্য লওতারোকে ভবিষ্যৎ নিয়ে কোনো পরামর্শ দিতে চান না কার্লোস, ‘আমার কখনোই তাকে পরামর্শ দেওয়ার প্রয়োজন পড়েনি। এবং আমার সেটার দরকারও নেই। একজন পুরোদস্তুর পেশাদার খেলোয়াড়। এবং এই কয়েক বছরে সে আরও পরিণত হয়েছে।’

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0