লিভারপুল সমর্থকদের এমন আচরণে আপ্লুত রোনালদোর দুই বোন। পর্তুগালের মাদেইরাতে বাস করা এলমা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘লিভারপুল, সবকিছুর জন্য তোমাদের ধন্যবাদ। তোমরা আজ যা করেছ, সেটা কখনোই ভুলব না আমরা।’ লেখার শেষে ভালোবাসার একটি ইমোজি দিয়েছেন এলমা।
রোনালদোর আরেক বোন কাতিয়ার বসবাস ব্রাজিলে। সেখান থেকেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এটা ফুটবলকে ছাপিয়ে যাওয়া বিষয়।’ এটা তিনি লিখেছেন সমবেত কণ্ঠে ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’ গানটির একটি ভিডিও দিয়ে।
ভাই রোনালদোকে লিভারপুলের সমর্থকেরা এভাবে সান্ত্বনা দেওয়ায় দুই বোন যখন আপ্লুত, রোনালদোর মা দোলারেস সান্ত্বনা খুঁজতে আশ্রয় নিয়েছেন বাইবেলে। বাইবেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি লাইন তুলে দিয়েছেন তিনি, ‘ঈশ্বরের ওপর বিশ্বাস রাখ..., তোমার চলার পথে ইশ্বরকে ডাক, তিনিই তোমাকে পথ দেখাবেন।’
লিভারপুল সমর্থকদের এ উদ্যোগে প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বার্সেলোনা, টটেনহাম ও লেস্টারের সাবেক ফুটবলার ও ফুটবল বিশেষজ্ঞ গ্যারি লিনেকার যেমন লিখেছেন, ‘রোনালদোর জন্য খুবই সুন্দর, হৃদয় নিংড়ানো ও অসাধারণ করতালি। খুব ভালো করেছ লিভারপুল!’
ইউনাইটেডকে ৪–০ গোলে হারানোর পর আসা সংবাদ সম্মেলনে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপও ম্যাচের সেরা মুহূর্ত আখ্যা দিয়েছেন সপ্তম মিনিটের ওই ঘটনাকে, ‘জানি আমরা অনেক গুরুত্বপূর্ণ ও অসাধারণ এক ফলাফল অর্জন করেছি, তা–ও আমি ম্যাচের সেরা মুহূর্ত হিসেবে সাত মিনিটে আমাদের সমর্থকদের করতালির ব্যাপারটাই বলব। লিভারপুল সমর্থকেরা নিজেদের জাত চিনিয়েছে। পুরো স্টেডিয়ামই নিজেদের মান দেখিয়েছে। জীবনের অনেক কিছুই ফুটবলের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটাই গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি।’