শিশুদের জন্য পেলের রেকর্ড ভাঙার বুট নিলামে তুলেছেন মেসি

শিশুদের জন্য মেসি নিলামে তুলছেন রেকর্ড ভাঙা বুট।ছবি: এএফপি

জনকল্যাণমূলক কাজে এর আগেও নিজেকে নিংড়ে দিয়েছেন লিওনেল মেসি। করোনাভাইরাস মহামারির শুরুতে মানবকল্যাণে এগিয়ে এসেছিলেন বার্সেলোনা তারকা। এখনো বসে নেই তিনি। নতুন খবর হলো, অসুস্থ শিশুদের জীবন বাঁচাতে অর্থ সংগ্রহের জন্য নিজের বিশেষ এক জোড়া বুট নিলামে তুলেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এই বুট দিয়ে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙেছিলেন মেসি। গত ডিসেম্বরে ভায়োদোলিদের বিপক্ষে বার্সার হয়ে ৬৪৪তম গোলটি করে পেলের রেকর্ড ভাঙেন তিনি। সেই বুটজোড়াই নিলামে তুলেছেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার।

কাতালুনিয়ার ন্যাশনাল আর্ট মিউজিয়াম এ নিলাম পরিচালনা করবে। বুট বিক্রি করে পাওয়া অর্থ প্রদান করা হবে বার্সেলোনার হাসপাতাল ইউনিভার্সিতারো ভল ডি’হেবরনের প্রকল্পে। অসুস্থ শিশুদের নিয়ে কাজ করে থাকে এই হাসপাতাল। সংবাদমাধ্যমকে মেসি এ নিয়ে বলেন, ‘এক ক্লাবের হয়ে ৬৪৪ গোলের রেকর্ড গড়তে পেরে খুব ভালো লেগেছিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যেসব শিশু জীবন নিয়ে লড়ছে তাদের জন্য কিছু করা। আশা করি এ নিলাম তাতে সহায়তা করবে। এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।’

এ বুট জোড়া দিয়েই পেলের রেকর্ড ভেঙেছিলেন মেসি।
ছবি: টুইটার

বুট বিক্রি করে প্রায় সাড়ে ৫৭ হাজার ইউরো আসবে বলে ধারণা করা হচ্ছে। অ্যাডিডাস নেমিজিজ মেসি ১৯—মডেলের বুট নিলামে তুলছেন তিনি। দুটি বুটেই সই আছে মেসির। তাঁর স্ত্রী রোকুজ্জো ও তিন সন্তানের নাম ও জন্মতারিখও লেখা আছে বুটে। মেসি আরও একটি জনহিতকর কাজে অংশ নিচ্ছেন। এটি করোনার বিরুদ্ধে লড়াই। এর আগে দেখা গেছে জনহিতকর কোনো কাজে নিজের নাম প্রকাশ হওয়াটা পছন্দ করতেন না বার্সা তারকা। এবার অবশ্য তাঁর নামটা প্রকাশ করেছেন কনমেবল (দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন) ম্যানেজার।

কনমেবলকে নিজের সই করা তিনটি টি–শার্ট দিয়েছেন মেসি। চীনের ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান সিনোভ্যাক তা গ্রহণের বিনিময়ে ৫০ হাজার টিকা পাঠাবে। কনমেবলের ডিরেক্টর অব ডেভেলপমেন্ট গঞ্জালো বেলোসো সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে টুইট করেন, ‘কনমেবলের জন্য ৫০ হাজার টিকাপ্রাপ্তির খবরে জানাতে চাই, সিনোভ্যাকের পরিচালকেরা বিশেষ ধন্যবাদ জানিয়েছেন লিওনেল মেসিকে। তিনি তিনটি টি–শার্ট পাঠিয়েছেন। অর্থাৎ, তিনিও এই অর্জনের অংশ।’