সত্যি হলো মেসিকে নিয়ে ক্রুইফের করা সেই ভবিষ্যদ্বাণী

সপ্তম স্বর্গে মেসিছবি : রয়টার্স

সময়টা ২০১২ সাল। তার দুই বছর আগেই ফিফা বর্ষসেরার পুরস্কার আর ব্যালন ডি’অর পুরস্কার দুটি মিলে গেছে একই বিন্দুতে। নাম নিয়েছে ফিফা ব্যালন ডি’অর। সেটি মেসি তত দিনে জিতে ফেলেছেন দুবার (শুধু ব্যালন ডি’অর হিসাব করলে তিনবার)।

তৃতীয়বার পাওয়ার দৌড়েও তত দিনে বেশ এগিয়ে গিয়েছিলেন মেসি। সেবারে তাঁর মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো আর আন্দ্রেস ইনিয়েস্তা।

ইয়োহান ক্রুইফ
ফাইল ছবি

২০১২ সালের সে সময়ে বার্সেলোনা ও নেদারল্যান্ডসের সাবেক কিংবদন্তি ইয়োহান ক্রুইফ আর্জেন্টিনার সংবাদমাধ্যম দিয়ারিও ওলেকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। সাক্ষাৎকারের প্রতি পরতে পরতে ফুটে উঠেছিল বার্সেলোনায় নিজের উত্তরসূরির প্রতি ক্রুইফের অনুরাগের কথা।

গোটা ক্যারিয়ারে যেখানে একটা ব্যালন ডি’অর জিতলেই অধিকাংশ খেলোয়াড় বর্তে যান, মেসি তখনো থামার লক্ষ্মণ দেখাচ্ছিলেন না। মেসির জয়রথ দেখে সেই সাক্ষাৎকারেই ক্রুইফ নিঃসংকোচে ঘোষণা করেছিলেন, আর্জেন্টাইন তারকা শিগগিরই থামবেনও না।

ক্রুইফ ভবিষ্যদ্বাণী করেছিলেন, ইতিহাসের সবচেয়ে বেশিবার ব্যালন ডি’অর জিতবেন মেসি। কিন্তু কয়টি জিতবেন? সে অনুমানও করে রেখেছিলেন এই ডাচ কিংবদন্তি, ‘ইতিহাসের সবচেয়ে বেশিবার ব্যালন ডি’অর মেসিই জিতবে। ও যেমন খেলোয়াড়, খুব সম্ভবত সে পাঁচ, ছয়, এমনকি সাতটি ব্যালন ডি’অরও জিততে পারে। ওর কোনো তুলনা নেই। ও সবার চেয়ে ভিন্ন।’

তখন ক্রুইফের কথা শুনে অনেকেই ‘গাঁজাখুরি’ ভেবে উড়িয়ে দিয়েছিলেন। ৯ বছর পর নিজের পূর্বসূরির কথাই সত্যি করলেন মেসি। অবিশ্বাস্য কাণ্ডটাই ঘটিয়েছেন। যে জিনিস এর আগে কেউ কল্পনাও করেননি, সেটাই করে দেখিয়েছেন মেসি। গত রাতে জিতেছেন নিজের সপ্তম ব্যালন ডি’অর।