এ বছর কোপা আমেরিকায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে ফ্রি-কিক থেকে করা লিওনেল মেসির গোলটির কথা মনে আছে? কিংবা গত মৌসুমের লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে প্রতিপক্ষের মাথার ওপর দিয়ে করা নেইমারের দুর্দান্ত গোল? দুটি গোলই ‘পুসকাস পুরস্কার’ মনোনয়নের সেরা দশে জায়গা করে নিয়েছে। আগামী ৯ জানুয়ারি ফিফার বর্ষসেরা ঘোষণার দিন দেওয়া হবে ২০১৬ সালের সেরা গোলের পুরস্কারও। রয়টার্স।