সৌদি যুবরাজের দলের ডাকে লোভ পেয়ে বসেছিল তাঁকে
গত ইউরোতে চমকে দিয়েছিলেন রবিন গোসেনস। জার্মানির এই ফুলব্যাকের দক্ষতায় মুগ্ধ হয়েছিলেন সবাই। তখনই বোঝা গিয়েছিলে, এই লেফটব্যাককে আর ধরে রাখতে পারবে না আতালান্তা। সিরি ‘আ’র দলটি এই ফুলব্যাককে গ্রীষ্মকালীন দলবদলে আটকে রাখতে পারলেও জানুয়ারিতে আর পারেনি। রক্ষণে ভালো, আক্রমণে দুর্দান্ত—এমন ফুলব্যাক খুঁজছে বহু দল।
দৌড়ে ইতালির বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান জিতেছে। আপাতত ধারে গেলেও মৌসুম শেষে তাঁকে কিনে নেবে নেরাজ্জুরি। তবে ইন্টার মিলানে না গিয়ে নিউক্যাসলেও যেতে পারতেন গোসেনস। এ মৌসুমেই ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি কিনে নিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। প্রিমিয়ার লিগ থেকে অবনমন এড়াতে শীতকালীন দলবদলে বেশ দরাজ হাতে খরচ করেছে নতুন মালিকপক্ষ। তাদের নজরে ছিলেন গোসেনসও। নিউক্যাসলের লোভনীয় প্রস্তাবে যে কিছুটা হলেও নড়েচড়ে উঠেছিলেন, সেটা স্বীকার করেছেন এই ফুলব্যাকর
২০২০–২১ মৌসুমে আতালান্তার হয়ে দুর্দান্ত খেলে জার্মানি দলে জায়গা করে নিয়েছেন গোসেনস। এ মৌসুম অবশ্য হতাশা উপহার দিয়েছে তাঁকে। লিগে মাত্র ৬ ম্যাচ খেলতে পেরেছেন। গত অক্টোবর থেকেই চোট তাঁকে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে। এখনো ফেরা হয়নি মাঠে। তাতেও তাঁকে পেতে আগ্রহী ক্লাবের সংখ্যা কমেনি।
ইন্টার মিলান আপাতত ধারে নিয়েছে তাঁকে। তবে পরে ২ কোটি ৫০ লাখ ইউরো দিয়ে কেনার শর্ত বেঁধে দেওয়া হয়েছে এই ধারের চুক্তিতে। গোসেনস জানিয়েছেন, চাইলে ইন্টারে না গিয়ে নিউক্যাসলে যেতে পারতেন। কিকারকে বলেছেন, ‘আমার কাছে প্রস্তাব এসেছিল, কিন্তু আমি প্রত্যাখ্যান করেছি। আমার মনে হয়েছে, এ প্রস্তাব গ্রহণ করলে আমার ফুটবলীয় লক্ষ্যের ক্ষতি করতাম।’
ইন্টার মিলান সিরি ‘আ’তে শীর্ষে আছে। চ্যাম্পিয়নস লিগেও শেষ ষোলোতে উঠেছে তারা। ওদিকে নিউক্যাসল প্রিমিয়ার লিগে ধুঁকছে। পরিস্থিতির খুব দ্রুত বদল না হলে অবনমনও হতে পারে।
তবে এমন দলেও কেন কোনো ফুটবলারের যাওয়ার ইচ্ছা জাগতে পারে, সেটা বুঝিয়ে দিয়েছেন গোসেনস, ‘মানুষ হলে আপনাকে প্রস্তাব নিয়ে ভাবতে হবেই। আমাকে এমন একজন দেখান তো, যাকে একই চাকরিতে যদি অন্য কোথাও বর্তমানের চেয়ে বহুগুণ বেতন দেয়, সে না ধন্যবাদ বলবে! এটা তো শুধু আমার ব্যাপার নয়। আমি হয়তো আমার পরিবারের আগামী কয়েক প্রজন্মের ভাগ্য বদলে ফেলতে পারতাম এই টাকা দিয়ে!’
গোসেনসকে না পেলেও ১২ কোটি ডলারের বেশি খরচ করে রাইটব্যাক কিয়েরান ট্রিপিয়ার, স্ট্রাইকার ক্রিস উড, ব্রাজিল জাতীয় দলের মিডফিল্ডার ব্রুনো গিমারেস ও ডিফেন্ডার ড্যান বার্নকে কিনেছে।