হরলান্ডকে ‘পটাতে’ মিউনিখ গিয়েছেন বার্সা কোচ জাভি
জার্মান সংবাদমাধ্যম বিল্ডে প্রকাশ হওয়া ছবিটা দেখে আশাবাদী হয়ে গিয়েছিলেন বায়ার্নের সমর্থকেরা।
ডর্টমুন্ডের নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং ব্রট হরলান্ড মিউনিখে এসেছেন, গাড়ি থেকে বের হয়ে হাসিমুখে ক্যামেরাবন্দী হয়েছেন—ছবিটা দেখে বায়ার্নের ভক্তরা হয়তো ভেবে বসেছিলেন, রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনা নয়, পূর্বসূরি রবার্ট লেভানডফস্কির পথ ধরে ডর্টমুন্ড থেকে বায়ার্নেই হয়তো আসছেন হরলান্ড। কিন্তু স্পেনের নির্ভরযোগ্য গণমাধ্যমগুলো যে খবর দিচ্ছে, তাতে বায়ার্ন তো বটেই, আশাহত হবেন রিয়াল মাদ্রিদের সমর্থকেরাও। হরলান্ড নাকি বার্সেলোনার কোচ জাভির সঙ্গে দেখা করতে মিউনিখে এসেছিলেন!
কাতালান সংবাদমাধ্যম লেস্পোর্তিউ জানিয়েছে, হরলান্ড ও তাঁর মুখপাত্র মিনো রাইওলার সঙ্গে দেখা করতে শুধু জাভিই নন, মিউনিখে গিয়েছিলেন বার্সেলোনার ক্রীড়া পরামর্শক জর্দি ক্রুইফও। উদ্দেশ্য, বার্সেলোনায় হরলান্ডের ভূমিকা কেমন হতে পারে, জাভির ‘প্রকল্পে’ হরলান্ডের গুরুত্ব কতটুকু, সেটা ব্যাখ্যা করা। খবরের সত্যতা নিশ্চিত করেছেন এএসের সাংবাদিক হুয়ান হিমেনেজ।
রিয়াল মাদ্রিদও হরলান্ডকে পাওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। তবে শুধু হরলান্ডই নন, তাঁদের লক্ষ্যে আছেন পিএসজির ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেও। করোনাকালে এই দুজনের মতো বড় খেলোয়াড়কে একই গ্রীষ্মে দলে আনা সম্ভব নয়, সেটা বোঝে রিয়াল। যে কারণে এ বছর এমবাপ্পেকে এনে আগামী বছর হরলান্ডের দিকে হাত বাড়ানোর ইচ্ছে লস ব্লাঙ্কোসদের। এই এক বছর হরলান্ড ডর্টমুন্ডেই থাকুন, এটাই চান রিয়াল।
বার্সেলোনার আবার অতশত সমস্যা নেই। শুধু হরলান্ডের দিকেই তাদের মনোযোগ। যে করেই হোক, হরলান্ডকে দলে আনতে চায় কাতালানরা। জাভিদের এই আগ্রহ দেখে হরলান্ড রিয়ালে নয়, বার্সাতেই আসতে পারেন—এমন আশাবাদ কাতালান সংবাদমাধ্যমগুলোর।
তবে বার্সেলোনার যে আর্থিক অবস্থা, তাতে হরলান্ডের মতো খেলোয়াড়কে কীভাবে কেনা সম্ভব? স্পোর্ত জানিয়েছে, পাঁচ মৌসুম ধরে হরলান্ডকে বেতন ১ কোটি ৯৫ লাখ ইউরো দেবেন লাপোর্তা—আপাতত এমনই পরিকল্পনা। স্পোর্তের সাংবাদিক ইভান সান আন্তোনিও জানিয়েছেন, হরলান্ডকে এ যুগের রোনালদিনিও ভাবছেন লাপোর্তা। ২০০৩ সালে প্রথম দফায় বার্সেলোনার সভাপতি হওয়ার পর নিজেদের পরিকল্পনার প্রধান খেলোয়াড় বানিয়ে পিএসজি থেকে রোনালদিনিওকে নিয়ে এসেছিলেন লাপোর্তা।
দ্বিতীয় মেয়াদে সভাপতি হওয়ার পর একইভাবে হরলান্ডকেও আনতে চাইছেন তিনি।
দেপোর্তেস কুয়াত্রো জানিয়েছে, প্রথম মৌসুমে দুই কোটি ইউরো, দ্বিতীয় মৌসুমে তিন কোটি, তৃতীয় মৌসুমে চার কোটি, চতুর্থ আর পঞ্চম মৌসুমে যথাক্রমে পাঁচ ও সাড়ে পাঁচ কোটি ইউরো—এভাবেই হরলান্ডের বেতন দেওয়ার জন্য রাজি হয়েছেন বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা।
আরেক সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর দুই নির্ভরযোগ্য সাংবাদিক ফের্নান্দো পোলো ও সের্হি সোলে জানিয়েছেন, ক্লাবের কোনো সূত্রের পক্ষ থেকে মিউনিখে জাভি-হরলান্ড বৈঠকের ব্যাপারটা স্বীকারও করা হয়নি, অস্বীকারও করা হয়নি। ওদিকে জর্দি ক্রুইফ অবশ্য নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই বলে যে তিনি জাভির সঙ্গে মিউনিখে নয়, ওই সময় বার্সেলোনার পরিচালক মাতেউ আলেমানির সঙ্গে লন্ডনে অবস্থান করছিলেন।