হরলান্ড না থাকলে কী হবে, হাড়ে হাড়ে টের পাচ্ছে ডর্টমুন্ড

আর্লিং হরলান্ডছবি : রয়টার্স

তাঁকে পাওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদও খুব বেশি পিছিয়ে নেই। উঁকিঝুঁকি দিলে তালিকায় দেখা যাবে ম্যানচেস্টার সিটি, চেলসির মতো ক্লাবগুলোকেও। দলবদলের বাজারে আর্লিং হরলান্ড এখন ‘হটকেক’, কিলিয়ান এমবাপ্পের পাশাপাশি তাঁরই চাহিদা সবচেয়ে বেশি।


বরুসিয়া ডর্টমুন্ড সেটা জানে। জানে, রবার্ট লেভানডফস্কি, উসমান দেম্বেলে, ক্রিস্টিয়ান পুলিসিক, মারিও গতসা, জেডফন সানচোদের মতো হরলান্ডকেও অন্য ক্লাবের নাগাল থেকে বেশিদিন দূরে রাখা যাবে না। যে কারণে এক বছর ধরে যতটা বেশি সম্ভব হরলান্ডকে খেলিয়ে তাঁর দাম বাড়িয়ে নিচ্ছে ক্লাবটি। কিন্তু হরলান্ড যখন আসলেই ডর্টমুন্ড ছাড়বেন, কে তখন উদ্ধার করবেন ডর্টমুন্ডকে?

হতাশায় কেটেছে ডর্টমুন্ডের দিন
ছবি : রয়টার্স

এখনো যে সে পরিকল্পনা ডর্টমুন্ড সেভাবে করে উঠতে পারেনি, সেটা বোঝা গেল গত রাতে। বুন্দেসলিগার ম্যাচে বায়ার লেভারকুসেনের বিপক্ষে নিজেদের মাঠে ৫-২ গোলে হেরেছে হরলান্ডহীন ডর্টমুন্ড। চোটের কারণে হরলান্ড খেলতে পারেননি, ডর্টমুন্ডও তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি।


জানুয়ারির শেষ থেকেই চোটের কারণে মাঠের বাইরে হরলান্ড। ডর্টমুন্ড কর্তৃপক্ষ জানিয়েছে, মাংসপেশির সমস্যায় ভুগছেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। খেলতে না পারলেও গ্যালারিতে বসে খেলা ঠিকই দেখেছেন। খেলা দেখেছেন জার্মানির কোচ হানসি ফ্লিকও। তাঁদের চোখের সামনেই একের পর এক গোল হজম করে গেছে ডর্টমুন্ড।

হরলান্ডকে পেতে আগ্রহী রিয়াল-বার্সা
ছবি: রয়টার্স

লেভারকুসেনের মূল গোলকিপার, দলের অধিনায়ক লুকাস রাডেকি কোভিড পজিটিভ হওয়ার কারণে খেলতে পারেননি ম্যাচটি, চোটের কারণে ছিলেন না বিকল্প গোলকিপার আন্দ্রেই লিউনভও। তৃতীয় গোলকিপার লেনার্ট গ্রিল খেললেও সেদিকে চোখ দেওয়ার মতো অবস্থাতেই যে ছিল না ডর্টমুন্ড। ঘর সামলাতেই ছিল ব্যস্ত তারা।


১৬ মিনিটের মাথায় দুই দলের দুজনের আত্মঘাতী গোল স্কোরলাইন ১-১ করে ফেলে। ১০ মিনিটে আত্মঘাতী গোল করেন ডর্টমুন্ডের সুইস সেন্টারব্যাক ম্যানুয়েল আকাঞ্জি, ১৬ মিনিটে আকাঞ্জির পথ ধরেন লেভারকুসেনের ডাচ রাইটব্যাক জেরেমি ফ্রিমপং। এরপর শুরু হয় লেভারকুসেনের গোলের উৎসব। একে একে সে উৎসবে যোগ দেন জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টজ ও রবার্ট আনড্রিখ, ফরাসি উইঙ্গার মুসা দিয়াবি ও জার্মান সেন্টারব্যাক জোনাথন তাহ। ম্যাচের একদম শেষদিকে ডর্টমুন্ডের হয়ে ব্যবধান কমান জার্মান স্ট্রাইকার স্টেফেন টিগেস।

ম্যাচ শেষে ডর্টমুন্ডের সুইস গোলকিপার গ্রেগর কোবেলো ঠারেঠোরে জানিয়ে দিয়েছেন হরলান্ডের না থাকার বিষয়টাই, ‘আমরা আজ এভাবে খেলেছি হরলান্ড না থাকার কারণে। হরলান্ড না থাকার কারণে আক্রমণভাগে আমাদের উচ্চতা ব্যবহার করতে পারার মতো কোনো খেলোয়াড় ছিল না। হরলান্ড থাকলে এ সমস্যাটা হতো না।’

হরলান্ড না থাকলে কাকে দিয়ে উচ্চতার এই অভাব পূরণ করবে ডর্টমুন্ড?