১৭ দিন পর মাঠে নেমেও জেতা হলো না রোনালদোদের

এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছেন রোনালদোরাছবি : রয়টার্স

মাঝে দুটি ম্যাচ স্থগিত হওয়ার কারণে প্রস্তুতি নেওয়ার অনেক সময় পেয়েছিলেন রোনালদোরা। হিসাব করলে ১৭ দিন। ১৭ দিন পর গত রাতে নেমেছিলেনও দুর্বল নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে, যারা আছে অবনমনের শঙ্কায়। প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে নিজেদের শিরোপার লড়াইয়ে দাবিটা আরেকটু জোরালো করে তুলবেন—ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকদের প্রত্যাশা অনেকটা এমনই ছিল।

কিন্তু সে আশায় গুড়েবালি। পয়েন্ট তালিকায় ১৯ নম্বরে থাকা নিউক্যাসল নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে। ইউনাইটেডকে ১ পয়েন্ট এনে দিয়েছেন উরুগুইয়ান স্ট্রাইকার এদিনসন কাভানি, না হলে অ্যালাঁ-সাঁ মাক্সমাঁর গোলে ম্যাচ হেরেই যেতেন রোনালদোরা!

গোল পাননি রোনালদো
ছবি : রয়টার্স

রোনালদো নিজে গোল করেননি, উল্টো ফাউল করে একটা হলুদ কার্ড দেখেছেন। তবে ৫৭ মিনিটে স্কটিশ মিডফিল্ডার রায়ান ফ্রেজারকে যেভাবে ফাউল করেছেন, তাতে অনায়াসে তাঁকে লাল কার্ড দেখানো যেত। গোল করা তো দূর, একটা গোলের সুযোগও সৃষ্টি করতে পারেননি। যে দলের বিপক্ষে আগের ম্যাচেই জোড়া গোল করেছিলেন, সে দলের বিপক্ষে ১৭ দিনের বিরতির পর এমন পারফরম্যান্স অবশ্যই প্রত্যাশিত ছিল না!

শুরুতে গোল দিয়ে এগিয়ে গিয়েছিল নিউক্যাসলই
ছবি : রয়টার্স

মাত্র সাত মিনিটেই নিউক্যাসলকে এগিয়ে দেন ফরাসি উইঙ্গার সাঁ মাক্সমাঁ। ইংলিশ মিডফিল্ডার শন লংস্টাফের কাছ থেকে বল নিয়ে বক্সের বাইরে থেকে পায়ের জাদুতে ভেতরে এসে দিওগো দালোত আর হ্যারি ম্যাগুয়ারকে বোকা বানিয়ে ডান পায়ের শটে গোল করেন সাঁ মাক্সমাঁ। গোল করার আরেকটা দুর্দান্ত সুযোগ পেয়েছিলেন এই উইঙ্গার। কিন্তু ইউনাইটেডের স্প্যানিশ গোলকিপার দাভিদ দা হেয়ার কৃতিত্বে বিপদ বাড়েনি। এর আগে ইংলিশ মিডফিল্ডার জনজো শেলভির একটা দূরপাল্লার শটও দুর্দান্তভাবে ঠেকিয়ে ইউনাইটেডকে ম্যাচে রাখেন দা হেয়া।

দলকে সমতায় ফেরানোর পর কাভানি
ছবি : রয়টার্স

দুই স্ট্রাইকার রোনালদো-গ্রিনউডের নিষ্প্রভতা দেখে মাঠে নামানো হয় এদিনসন কাভানিকে, যে কাভানি রোনালদো, গ্রিনউড, রাশফোর্ডদের কারণে মূল একাদশে সুযোগ না পেতে পেতে বিরক্ত হয়ে ক্লাব ছাড়ার চেষ্টা করছেন। বার্সেলোনা থেকে শুরু করে বোকা জুনিয়র্স, গ্রেমিও, করিন্থিয়ানস, জুভেন্টাস—সবাই চাইছে পিএসজির সাবেক এই স্ট্রাইকারকে।

তারা যে ভুল কাউকে চাইছে না, সেটার প্রমাণ চলে আসে ৭১ মিনিটে। ডান প্রান্ত থেকে আসা বলে পা ঠেকিয়ে ইউনাইটেডকে সমতায় ফেরান কাভানি।

ম্যাচের শেষ দিকে আরও একবার ত্রাতা হিসেবে আবির্ভূত হন দা হেয়া। ইংলিশ উইঙ্গার জ্যাকব মারফির শট পোস্টে লাগলে বল চলে যায় প্যারাগুয়ের মিডফিল্ডার মিগেল আলমিরনের পায়ে। সেখান থেকে তাঁর দূরপাল্লার শট অসাধারণভাবে আটকে দিয়ে ইউনাইটেডের ১ পয়েন্ট পাওয়া নিশ্চিত করেন দা হেয়া।


১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তালিকার ৭ নম্বরে আছেন রোনালদোরা। দুই দিন পর মাঠে নামবেন বার্নলির বিপক্ষে।