'নেইমার একঘরে নন '
>পিএসজি ছাড়ার ইচ্ছার কথা প্রকাশ করে ভুলই করেছেন নেইমার, বলেছেন দলটির নতুন স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো। তবে এর জন্য তাঁকে একঘরে করে রাখা হয়নি বলে নিশ্চিত করেছেন তিনি।
পিএসজি ছেড়ে বার্সায় ফিরতে চাওয়ার ইচ্ছাটা নেইমারের নতুন নয়। মুখ ফুটে না বললেও প্রায়ই কিছু না কিছু একটা করে সে ইচ্ছার কথাই জানান দেন বারবার। নেইমারের এই ‘যাই যাই’ মনোভাবে স্বাভাবিকভাবে বেশ বিরক্ত পিএসজি। অন্যদিকে দলের সাবেক এই তারকাকে ফিরে পাওয়ার ব্যাপারে উদ্গ্রীব হয়ে উঠেছে বার্সেলোনা। তবে পিএসজি ছাড়ার ইচ্ছা প্রকাশ করে নেইমার যে ঠিক কিছু করেননি, তা প্রকাশ্যেই জানিয়ে দিয়েছেন ফরাসি ক্লাবটার স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো। তবে নেইমারের ব্যক্তিগত প্রশংসাও করেছেন তিনি।
বর্তমান ক্লাবের প্রতি নেইমারের অনীহা দেখে খেপে আছেন পিএসজি সমর্থকেরা। সেদিন লিগের প্রথম ম্যাচ দেখতে গিয়ে পিএসজির কিছু সমর্থক নেইমারের প্রতি নিজেদের বিরক্তি প্রকাশ করতে কোনো রাখঢাক রাখেননি। তাঁদের ব্যানারে লেখা ছিল, ‘দূর হও নেইমার!’ গোটা ম্যাচে নেইমারকে শুনতে হয়েছে দুয়োধ্বনিও। পিএসজি সমর্থকদের এমন আচরণের জন্য কোনো দুঃখপ্রকাশ করেননি ক্লাবটির পরিচালক লিওনার্দো। বরং নেইমারের ভুলটাই চোখে পড়েছে তাঁর, ‘নেইমার আসলে ভুল করে ফেলেছে।’
এই সপ্তাহে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের দুটি প্রতিনিধিদলের সঙ্গে নেইমারকে নিয়ে আলোচনায় বসেছিলেন লিওনার্দো। কিন্তু আলোচনার বিশেষ অগ্রগতি হয়নি। তবে অনেকের মতে, নেইমারের পিএসজি ছাড়া সময়ের ব্যাপার মাত্র। বিদায়ের আগে নেইমার ভালো মানুষের স্বীকৃতি পাচ্ছেন লিওনার্দোর কাছ থেকে, ‘আমি ওকে আগে চিনতাম না। সময়ের সঙ্গে সঙ্গে ওকে চেনা শুরু করেছি। আমার আসলেই মনে হয় ও অনেক ভালো একটা ছেলে। ওর হৃদয়টা সহজ-সরল। আর খেলোয়াড় হিসেবে নেইমারের মান নিয়ে কোনো প্রশ্ন ওঠার অবকাশ নেই।’
এদিকে গুঞ্জন উঠেছে, নেইমারকে একঘরে করে রাখা হয়েছে ক্লাবে। সতীর্থদের সঙ্গে নয়, বরং একা একা অনুশীলন করছেন নেইমার। ব্যাপারটা স্রেফ উড়িয়ে দিয়েছেন লিওনার্দো, ‘নেইমারকে একঘরে করে রাখার কথাটা একদম মিথ্যা। ওকে দল থেকে বিতাড়িত করা হয়নি। আপনারা জানেন ও গোড়ালির লিগামেন্টের চোটে ভুগছে। তা ছাড়া ডান পায়ের পঞ্চম মেটাটারসালও ভেঙেছে তার। চোট থেকে তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য ওর নিজস্ব একটা পুনর্বাসন পরিকল্পনা আছে, রুটিন আছে। ও সেটাই অনুসরণ করছে। ও এখনো পিএসজির খেলোয়াড়। ভুলে যাবেন না ক্লাবের সঙ্গে ওর আরও তিন বছরের চুক্তি আছে।’
নেইমারকে সুস্থ করে তোলার জন্য পিএসজি চেষ্টার কোনো কমতি করছে না, জানিয়েছেন লিওনার্দো—‘ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে খেলতে পারে, সেদিকে লক্ষ রাখা হচ্ছে। বিশ্বের সেরা চিকিৎসক ও শল্যবিদদের পরামর্শ নেওয়া হচ্ছে ওর ব্যাপারে।’