মোমেন্ট অব দ্য ম্যাচ : অসাধারণ কোর্তোয়া

১ / ১
খেলা তখন প্রায় শেষের দিকে। ব্রাজিল মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে একটি গোল করে খেলাটা যদি কোনোক্রমে অতিরিক্ত সময়ে নেওয়া যায়! যোগ করা সময়ে প্রায় ২৫ গজ দূর থেকে নেইমার দুর্দান্ত এক শট নিয়েছিলেন। বলটা বেলজিয়ান গোলরক্ষক থিবু কোর্তোয়ার মাথার ওপর দিয়ে জাল ছুঁতেই যাচ্ছিল। কিন্তু দীর্ঘদেহী কোর্তোয়া লাফ দিয়ে কীভাবে যেন তাতে আঙুল ছুঁইয়ে তা পাঠিয়ে দিলেন ক্রসবারের ওপর দিয়ে। কর্নারের বিনিময়ে নেইমারের শটটি রক্ষা করে বাঁচিয়ে দিলেন বেলজিয়ামের সেমিফাইনাল-স্বপ্ন। দারুণ এক জয়ও নিশ্চিত হলো তাতে। ম্যাচে তিনটি গোল হয়েছে। নেইমার-কুতিনহো কিংবা হ্যাজার্ড-ব্রুইনাদের কাছ থেকে দারুণ সব আক্রমণ দেখেছে দর্শকেরা। কিন্তু ম্যাচের ‘মোমেন্ট’ এটিই। রয়টার্সের আলোকচিত্রীর ক্যামেরায় ঠিকই ধরা পড়েছে সেই মুহূর্ত!
খেলা তখন প্রায় শেষের দিকে। ব্রাজিল মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে একটি গোল করে খেলাটা যদি কোনোক্রমে অতিরিক্ত সময়ে নেওয়া যায়! যোগ করা সময়ে প্রায় ২৫ গজ দূর থেকে নেইমার দুর্দান্ত এক শট নিয়েছিলেন। বলটা বেলজিয়ান গোলরক্ষক থিবু কোর্তোয়ার মাথার ওপর দিয়ে জাল ছুঁতেই যাচ্ছিল। কিন্তু দীর্ঘদেহী কোর্তোয়া লাফ দিয়ে কীভাবে যেন তাতে আঙুল ছুঁইয়ে তা পাঠিয়ে দিলেন ক্রসবারের ওপর দিয়ে। কর্নারের বিনিময়ে নেইমারের শটটি রক্ষা করে বাঁচিয়ে দিলেন বেলজিয়ামের সেমিফাইনাল-স্বপ্ন। দারুণ এক জয়ও নিশ্চিত হলো তাতে। ম্যাচে তিনটি গোল হয়েছে। নেইমার-কুতিনহো কিংবা হ্যাজার্ড-ব্রুইনাদের কাছ থেকে দারুণ সব আক্রমণ দেখেছে দর্শকেরা। কিন্তু ম্যাচের ‘মোমেন্ট’ এটিই। রয়টার্সের আলোকচিত্রীর ক্যামেরায় ঠিকই ধরা পড়েছে সেই মুহূর্ত!