ক্রেজি মোমেন্ট অব দ্য ডে: রশিদকে ফেরানো গেল তবে!

১ / ১
একশর নিচে গুলবাদিন নাইবদের গুটিয়ে যাওয়া ছিল সময়ের ব্যাপার। সে আর হলো কই! শেষদিকে দক্ষিণ আফ্রিকার সামনে দেয়াল হয়ে দাঁড়ান রশিদ খান। তাঁর ২৫ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে আফগানিস্তান শেষ পর্যন্ত ১২৫ রান তোলে। সেই রশিদ খান ইমরান তাহিরের চতুর্থ শিকারে পরিণত হয়েছিলেন। রশিদ খানকে ফেরানোর পর তাহিরের উদ্‌যাপনটা ছিল এমনই। ছবি: রয়টার্স
একশর নিচে গুলবাদিন নাইবদের গুটিয়ে যাওয়া ছিল সময়ের ব্যাপার। সে আর হলো কই! শেষদিকে দক্ষিণ আফ্রিকার সামনে দেয়াল হয়ে দাঁড়ান রশিদ খান। তাঁর ২৫ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে আফগানিস্তান শেষ পর্যন্ত ১২৫ রান তোলে। সেই রশিদ খান ইমরান তাহিরের চতুর্থ শিকারে পরিণত হয়েছিলেন। রশিদ খানকে ফেরানোর পর তাহিরের উদ্‌যাপনটা ছিল এমনই। ছবি: রয়টার্স