অলিম্পিক থেকে ছিটকে গেলেন বাইলস?

বাইলসছবি: রয়টার্স

স্বস্তিতে যে নেই, সেটা ওয়ার্ম আপেই বোঝা গিয়েছিল। ফ্লোর এক্সারসাইজে দ্বিতীয় হয়ে ফাইনালে উঠেছেন। ব্যালান্স বিম ও আনইভেন বারে ফাইনালে উঠলেও প্রথম হতে পারেননি সিমোন বাইলস। ভল্টেও ভুল করেছিলেন, তবু সেখানে প্রথম হয়েই উঠেছিলেন ফাইনালে।

ফাইনালেই ঝামেলা বাধল। দিনের প্রথম রাউন্ডে ভল্টে অংশ নিচ্ছিলেন। সেখানে শূন্যে ভেসেই মনে হলো কিছু একটা ঠিক নেই। নিজের পছন্দের আড়াই লুপের চেষ্টা না করে আটকে থাকলেন দেড়–এ। মাত্র ১৩.৭৬৬ পয়েন্ট পেয়েছেন। তাঁর দলও পিছিয়ে পড়ল রাশিয়ার চেয়ে। একটু পর আরেকটি দুঃসংবাদ এল। দলগত ফাইনাল থেকেই ছিটকে গেছেন সিমোন বাইলস।

সতীর্থদের উৎসাহ দিচ্ছেন বাইলস
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র জিমন্যাস্ট দলের জন্য এর চেয়ে বড় দুঃসংবাদ হতে পারে না। সিমোন বাইলস ২০১৬ রিও অলিম্পিকের দলগত ইভেন্টে সোনা জেতা দলটির প্রাণভোমরা। সেবার অবিশ্বাস্য কিছুকে লক্ষ্য বানিয়েছিলেন ১৯ বছরের বাইলস। মেয়েদের জিমন্যাস্টের পাঁচটি সোনাকেই লক্ষ্য বানিয়েছিলেন। ফ্লোর, ভল্ট, অল অ্যারাউন্ড ও দলগত সোনা জিতেছিলেন। শুধু ব্যালান্স বিমেই সোনা হাতছাড়া হওয়ায় পেয়েছিলেন ব্রোঞ্জ।

দর্শকের ভূমিকায় বাইলস
ছবি: রয়টার্স

এমন একজনকে ফাইনালে হারিয়ে ফেলার ধাক্কা সামলাতে আজ কষ্ট হচ্ছে যুক্তরাষ্ট্রের। দেশটির জন্য আরও দুঃসংবাদ, ব্যক্তিগত ইভেন্টেও বাইলসের অংশগ্রহণ প্রশ্নের মুখে পড়েছে। একমাত্র জিমন্যাস্ট হিসেবে প্রতিটি ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে উঠেছিলেন বাইলস। কিন্তু আজ ভোল্ট ইভেন্টের পর শুশ্রূষা নেওয়া বাইলস পরে ফিরলেও ফাইনালের বাকি ইভেন্ট থেকে তাঁর নাম সরিয়ে নেওয়া হয়েছে। সে জায়গায় এখন জর্ডান চিলেস নিয়েছেন। ফ্লোর ইভেন্টে পা হড়কে ১১.৭০০ পয়েন্ট পেয়ে দলকে বিপদে ফেলে দিয়েছেন চিলেস।

রুপাতেই সন্তুষ্ট থাকতে হলো বাইলসকে
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র জিমন্যাস্টের এক বিবৃতিতে যা বলা হয়েছে, তাতে বাইলসকে অলিম্পিকের বাকি সময়ে দেখা যাবে কি না, এ নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে, ‘মেডিকেল কারণে দলগত ফাইনাল থেকে সিমোন সরে গেছেন। বাকি প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন কি না, সেটা প্রতিদিন নতুন পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এবার অলিম্পিক শুরু হওয়ার আগ থেকেই বাইলসকে স্বচ্ছন্দ মনে হচ্ছে না। গতকালই ইনস্টাগ্রামে এক পোস্ট করে বাইলস বলেছিলেন, মাঝে মাঝে তাঁর মনে হয় ‘পুরো পৃথিবীর চাপ তাঁর কাঁধে!’