অলিম্পিক-স্বপ্ন পূরণ হলো না ওসাকার

পারলেন না ওসাকাছবি : রয়টার্স

দেশের মাটিতে খালি হাতেই থাকতে হলো নাওমি ওসাকাকে। অলিম্পিকে সোনা জেতার স্বপ্নটা পূরণ হলো না এই নারী টেনিস তারকার।

তৃতীয় রাউন্ডে চেক প্রজাতন্ত্রের মারকেতা ভোন্দ্রুসোভার বিপক্ষে সরাসরি সেটে হেরে অলিম্পিক-স্বপ্ন জলাঞ্জলি দিয়েছেন ওসাকা। ওসাকা হেরেছেন ৬-১, ৬-৪ গেমে। ২০১৯ ফ্রেঞ্চ ওপেনের রানারআপ হয়েছিলেন এই ভোন্দ্রুসোভা।

গোটা ম্যাচেই ওসাকা ঠিক ছন্দে ছিলেন না। ৩২টি আনফোর্সড এরর ছিল। বিপরীতে ভোন্দ্রুসোভার আনফোর্সড এরর মাত্র ১০টি। এটাই মূলত কাল হয়ে দাঁড়িয়েছে জাপানি তারকার জন্য। হেরে এতটাই মন খারাপ হয়েছে তাঁর, মিডিয়ার সঙ্গে কথাও বলেননি। অন্য পথ দিয়ে কোর্ট থেকে বেরিয়ে গেছেন।

নারী টেনিসের ১ নম্বর তারকা অ্যাশলি বার্টি প্রথম রাউন্ডেই হেরে বসেছিলেন স্পেনের সারা সোরিবেসের বিপক্ষে। গতকাল ৩ নম্বর তারকা আরিনা সাবালেঙ্কা হেরেছেন দোন্না ভেকিচের বিপক্ষে, আজ হারলেন ২ নম্বর তারকা ওসাকা। সোফিয়া কেনিন ও বিয়াঙ্কা আন্দ্রিস্কু অলিম্পিকে খেলছেন না। ফলে র‍্যাঙ্কিংয়ের চারে থাকা এলিনা সভিতোলিনাই এখন সবচেয়ে বড় ফেবারিট এই ইভেন্টে।

২০২০ অস্ট্রেলিয়ান ওপেনের পর এই প্রথম কোনো হার্ডকোর্ট ইভেন্টে কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিলেন ওসাকা।