আনুশকা ছাড়া কোহলির কী হতো এবং ‘গডফাদার’ আনচেলত্তি

তারকারা এখন কী করেন কোথায় যান কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই তা জানিয়ে দেন সবাইকে। ভক্ত-সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখা অবশ্যই একটা কারণ। তবে সেটাই একমাত্র কারণ নয়। টুইটার-ইনস্টাগ্রামে কার কত ফলোয়ার, এ দিয়েও অনেক সময় তারকামূল্যের বিচার হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের দেওয়া কিছু নির্বাচিত ছবি দিয়েই এই ফটো ফিচার।
১ / ৭
রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির মুখে চুরুট। পেছনে ভিনিসিয়ুস-রদ্রিগোদের নিয়ে তাঁর ফোঁকার ধরনটা ‘গডফাদার’দের মতো। সদ্যই লা লিগা জয়ের উৎসবটা শিষ্যদের নিয়ে এভাবেই উদ্‌যাপন করলেন ইতালিয়ান এই কোচ
ছবি: টুইটার
২ / ৭
নেইমার পোকার খেলতে ভালোবাসেন। এই খেলায় সতীর্থদের পাওয়ার খুশিতে ইনস্টাগ্রামে পোস্টটি করেন পিএসজির এই ব্রাজিলিয়ান তারকা
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৭
ফুটবলের সুপারএজেন্ট মিনো রাইওলা মারা গেছেন কাল। তাঁর সঙ্গে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বরুসিয়া ডর্টমুন্ড তারকা আর্লিং হরলান্ড লিখেছেন ‘সেরা’
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৭
ভারত ও মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মার জন্মদিন ছিল কাল। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছবিটি টুইট করেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার
ছবি: টুইটার
৫ / ৭
বিরাট কোহলির স্ত্রী ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার জন্মদিন আজ। জীবনসঙ্গীকে শুভেচ্ছা জানিয়ে কোহলি এই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ তুমি জন্মেছ। তোমাকে ছাড়া আমার যে কী হতো জানি না...’
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৭
অস্ট্রেলিয়ান মাস্টার্স অ্যাথলেটিকস অনুষ্ঠিত হয়ে গেল কিছুদিন আগে। প্রতিযোগিতাটি উপভোগ করা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভ স্মিথ তখনকার একটি ছবি কাল ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘দারুণ একটা সাপ্তাহিক ছুটি গেল।’
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ৭
রিয়াল মাদ্রিদ নারী ফুটবল দলের তারকা স্ট্রাইকার কসোভারে আসলানিকে ক্লাবটির সমর্থকেরা ডাকেন ‘কুইন’। কাল সান্তিয়াগো বার্নাব্যুতে করিম বেনজেমাদের লা লিগা জয় উপভোগের পর ছবিটি পোস্ট করে ‘কুইন’ লিখেছেন, ‘চ্যাম্পিয়ন৩৫’
ছবি: ইনস্টাগ্রাম